তুষার নন্দী: চিন্তন নিউজ:৩রা অক্টোবর:- আজ নিউ দিল্লি শ্রম শক্তি ভবনে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর কাছে রাজ্য বিড়ি শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে দাবি পত্র দেওয়া হয়েছে । বিড়ি শ্রমিকদের সারাদেশে একই মজুরি, পরিচিতিপত্র,পি,এফ সকলের জন্য চালু দাবি এবং ওয়েলফেয়ারের সুযোগগুলি ক্রমশ বন্ধ করার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ধুলিয়ান হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের ও ঝালদা হাসপাতাল অবিলম্বে চালু করার দাবি জানানো হয়েছে। কমরেড বাসুদেব আচারিযার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন কমরেড আবুল হাসনাত খান, কমরেড দেবাশিস রায়, কমরেড ভীম কুমার ও কমরেড সহরই কুমার । শ্রমমন্ত্রী আশ্বাস দিয়েছেন বিষয়গুলি খতিয়ে দেখার। এদিনই ডি জি ওয়েলফেয়ারের নিকটে দাবি পত্র দেওয়া হয়েছে ।