চিন্তন নিউজ:৯ই আগস্ট:- সংবাদদাতা : দেবমিতা চট্টোপাধ্যায়:-রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারীকরণ বন্ধ করা, শ্রম আইন শিথিল করা বন্ধ করা, কর্মসংস্থান বৃদ্ধি করা,কৃষিপণ্যের লাভজনক মূল্য ,খেতমজুরদের মজুরি বৃদ্ধির দাবির সঙ্গে প্রত্যক্ষত যুক্ত হয়েছে করোনা মহামারী ও লকডাউনে ক্ষতিগ্রস্ত মানুষের দাবী ।বিনামূল্যে বর্ধিত রেশন, নগদে মাসিক অন্তত ৭৫০০টাকা সহায়তা ইত্যাদি দাবী তুলে ঐতিহাসিক ‘ভারত ছাড়ো আন্দোলন’ এর প্রেক্ষাপটে গোটা ভারতবর্ষ জুড়ে আজ বামপন্থী শ্রমিক সংগঠন ও কৃষক, ছাত্র যুব মহিলা সহ অন্যান্য গণসংগঠন গুলি রাস্তায় নেমে ‘ভারত বাঁচাও’ আন্দোলনে সামিল হয়।
এই আন্দোলনের শরিক হয়ে মোদি সরকারের ‘দেশ বেচা’ নীতির বিরুদ্ধে , বর্বর অমানবিক লুঠ ও শ্রমিক শোষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা পশ্চিম বর্ধমান জেলা । রাস্তা অবরোধ হয়উখড়া শঙ্করপুর বাজার (দামোদর অজয় নর্থ) এলাকায় । পুলিশের চোখে চোখ রেখে সরাসরি প্রতিবাদে সামিল হয় সি পি আই এম কর্মী রা।
সংবাদদাতা : জয়া দত্ত জানাচ্ছেন, পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া, অজয় ইস্ট এরিয়া কমিটির বাহাদুরপুর মোড়ে জেল ভরো কর্মসূচীর কিছু মুহুর্ত…..উপস্থিত ছিলেন সি পি আই এম নেতৃত্ব মনোজ দত্ত, জাহানারা খান।