চিন্তন নিউজ:২৪শে সেপ্টেম্বর:- সংবাদদাতা:- দেবমিতা, পঃ বর্ধমান রাষ্ট্রায়ত্ত শিল্পকে বেসরকারীকরণ এর প্রতিবাদে, কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এবং বি জে পি সরকার এর সমস্ত জনবিরোধী নীতির বিরূদ্ধে সিপিআই এম এর নেতৃত্বে আজ প্রতিবাদ সভা এবং বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় খান্দরা নাগ কাজোড়া কোলিয়াড়ীতে এবং চঞ্চনী কোলিয়াড়ীতে ।
সংবাদদাতা:- ডলি শীল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথ উদ্যোগে গতকাল ২৩শে সেপ্টেম্বর (23.09.2020) রূপনারায়ণপুরে কেন্দ্র-রাজ্য সরকারের শ্রমবিরোধী, কৃষকবিরোধী ও জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে পথসভার কিছু অংশ।
