জেলা

পশ্চিম বর্ধমান জেলার টুকরো খবর


উজ্জ্বল চ্যাটার্জি:-চিন্তন নিউজ:-২৩শে আগস্ট:-জামুড়িয়ার শৈলজানন্দ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বিজ্ঞানমনস্কতা দিবস ও কোভিড ১৯ সচেতনতা দিবস পালন করা হলো উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। এলাকার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

শাশ্বতী মিত্র’র রিপোর্ট:- গতকাল ২২ শে আগস্ট মিড-ডে-মিল কর্মী ইউনিয়নের রানীগঞ্জ আঞ্চলিক কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয়।ঐ সভায় উপস্থিত ছিলেন জেলা সিটু নেতা সুপ্রিয় রায়, রানীগঞ্জ সিটু কো অর্ডিনেশন কমিটির কনভেনর অশোক ঘোষ, আসানসোল কাউন্সিলর নারায়ন বাউরি, হকার্স ইউনিয়ন জেলা সম্পাদক দিব্যেন্দু মুখার্জী।অতিমারি জনিত সব বাধাকে দূর করে এই প্রকল্পের ৯০ জন শ্রমজীবি মহিলা সিটু’র পতাকা তলে সংঘবদ্ধ হয়ে এই সভাতে উপস্থিত ছিলেন।

সংবাদদাতা সঞ্জিত রায় জানিয়েছেন, সিপিআই(এম) ডিসেরগড়- ছোটদিঘারী এরিয়া কমিটির অধীন ৫৬/১ শাখা প্রতিবাদ সপ্তাহে বিভিন্ন স্থানে পথসভার মাধ্যমে প্রতিবাদ সপ্তাহ পালন করে। চিত্রা সিনেমা হল মোড়, মাটিপাড়া সহ তিন জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন সুরজিত মুখার্জী, কালিশঙ্কর দত্ত ও সঞ্জিত রায়।প্রত্যেক বক্তাই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন এবং রাস্তায় নেমে লড়াই ছাড়া দুই সরকারের জনবিরোধী নীতিকে প্রতিহত করা যাবে না বলে উল্লেখ করেন।

হেমন্ত সরকারের রিপোর্ট:- আসানসোলে কোভিড আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর আজ ২৩ শে আগস্ট সকাল থেকে আসানসোলের মহিশিলার ১৮ নম্বর ব্রাঞ্চ এলাকার সিপিআই(এম) এবং ছাত্র, যুব, মহিলা কর্মীরা বাড়ি বাড়ি স্যানিটাইজ করার কাজে ঝাঁপিয়ে পড়েছেন। সেই কাজে উপস্থিত ছিলেন পার্টি এবং গণ সংগঠন এর নেতারা ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।