চিন্তন নিউজ:১৮ই সেপ্টেম্বর,২০২০:- সংবাদদাতা:- শেলী মন্ডল জানিয়েছেন, একরাতের বৃষ্টিতেই দুর্গাপুরের ৪৩নং ওয়ার্ডের রায়ডাঙ্গা জলমগ্ন হয়ে মানুষের দুর্দশার শেষ নেই। এর সাথে সাথে ৪১নং ওয়ার্ডের বিদ্যাসাগর পল্লী, ২৯নংওয়ার্ডের ডেয়ারি বস্তী, ৩০ নং ওয়ার্ডের লেলুয়া বাঁধ এলাকারও একই অবস্থা। এলাকা বাসির অভিযোগ মুখে উন্নয়নের কথা বললেও সরকারের কোনো মাথব্যথা নেই। মানুষের সমস্যার শেষ নেই।
সংবাদদাতা:- সোমা তরফদার জানাচ্ছেন:-
রক্ত দান জীবন দান
রক্ত দিন জীবন বাঁচান
আজ স্রদ্ধেয় প্রয়াত কমরেড স্মরণ সরকারের স্মরণে রক্ত দান শিবির অনুষ্ঠিত হলো শহীদ আশীষ জব্বর স্মৃতি ভবনে। শুরুতে আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে স্রদ্ধেয় কমরেড স্মরণ সরকারের প্রতিকৃতিতে মাল্যদান কর হয়। উপস্থিত ছিলেন সি পি আই(এম) পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও স্থানীয় বিধায়ক কমরেড সন্তোষ দেবরায়, জেলা নেতৃত্ব কমরেড পঙ্কজ রায় সরকার,কমরেড নির্মল ভট্টাচার্য,কমরেড মহাব্রত কুন্ডু, উপস্থিত ছিলেন প্রয়াতো কমরেডের স্ত্রী ও পুত্র ডঃ শুভার্তী সরকার এছাড়া রক্তদাতারা সহ গণতন্ত্রীক আন্দলনের বহু কর্মীরা। মোট ৩৫ জন রক্তদাতা রক্তদান করেছেন।আয়োজনে -সি পি আই(এম) ইস্পাত ৩ অঞ্চল কমিটি। সহযোগিতায়-দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স এসোসিয়েশন