সংবাদদাতাঃ উজ্জ্বল মন্ডল: চিন্তন নিউজ:২২শে অক্টোবর:– কমরেড সব্যসাচী সেনগুপ্ত আজ ভোর 4.30 মিনিটে প্রয়াত হয়েছেন। আমৃত্যু ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পাটির সদস্য ছিলেন, তিনি কর্মরত অবস্থায় কুলটি কারখানার শ্রমিকদের ও পরবর্তী সময়ে অবসরপ্রাপ্ত শ্রমিকদের দাবি নিয়ে সংগঠন ও আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে অনস্বীকার্য ভুমিকা পালন করে গেছেন । তার আকস্মিক প্রয়াণে আমরা শোকাহত এবং পাটির অপূরণীয় ক্ষতি,উনার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, কমঃ সব্যসাচী সেনগুপ্ত লাল সেলাম, কমঃ সব্যসাচী সেনগুপ্ত অমর রহে,,,কুলটি এরিয়া কমিটি,পশ্চিম বর্ধমান।
সংবাদদাতাঃ উজ্জ্বল মন্ডল আরও জানাচ্ছেন-
সারাভারত কৃষক সভার ৩৭তম রাজ্য সম্মেলন আজ থেকে হাওড়া জেলায় অনুঠিত হচ্ছে, সেই সম্মেলন কেন্দ্র করে প্রতিটি এরিয়া অফিসে পতাকা উত্তোলন করা হলো। পতাকা উত্তোলন করলেন কুলটি থানা কমিটির সভাপতি কমরেড উজ্জ্বল মন্ডল,উপস্থিত আছেন কমরেড সুজিত ভট্টাচার্য, মনোজ মুখার্জি,শান্তিরাম ভট্টাচার্য, মীনাক্ষী মুখার্জি ও আরো অনেকে।