জেলা

পশ্চিম বর্ধমান জেলায় বামপন্থী মহিলা সংগঠনের জাতীয় প্রতিবাদ দিবস পালন


চিন্তন নিউজ:২৯শে আগস্ট:২০২০, সংবাদদাতা :- শেলী মন্ডল- সিপিআই (এম) দুর্গাপুর ইস্পাত -২ এরিয়া কমিটির উদ্যোগে ১৬ দফা দাবির সমর্থনে ২৮ শে আগস্ট সন্ধ্যা ৬.৩০ মিনিটে সি জোন মার্কেটে পথসভা অনুষ্ঠিত হলো। সভাপতিত্ব করেন কম. শ্যামা প্রসাদ ব্যানার্জী। বক্তা কম. আশীষ তরু চক্রবর্তী দুর্গাপুর- পশ্চিম বর্ধমান।

সংবাদদাতা:- ডলি শীল- মহিলা সমিতি বারাবনী আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।

সংবাদদাতা:- মাধবী ঘোষ- জীবন-জীবিকা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার তাগিদে দেশব্যাপী বামপন্থী মহিলা সংগঠনগুলোর আহ্বানে আজ ‘জাতীয় প্রতিবাদ দিবস’ এ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি(AIDWA) ও পশ্চিম বঙ্গ মহিলা সমিতির যৌথ উদ্যোগে আসানসোলের মুর্গাসোল মোড়ে ,,২নং এরিয়া আঞ্চলিক কমিটির ,প্রতিবাদ কর্মসূচি (পথসভা )অনুষ্ঠিত হলো। বক্তব্য রাখেন এরিয়া সম্পাদিকা কমঃ জবা স্যান্যাল ।কমঃ সীমা হালদার, কমঃ ঝুমা চক্রবর্তী ।

সংবাদদাতা :- উজ্জ্বল মন্ডল কুলটি ৩ নাম্বার শাখার উদ্যোগে দেওয়াল লেখা হচ্ছে,কুলটি

সংবাদদাতা:-সোমা তরফদার: জীবন জীবিকা ও গনতন্ত্র অধিকার রক্ষার দাবিতে বামপন্থী মহিলা সংগঠন গুলির যৌথ আহ্বানে আজ ২৮ শে আগষ্ট জাতীয় প্রতিবাদ দিবস কর্মসূচী পালিত হলো সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতি দুর্গাপুর ইস্পাত ৩নং অঞ্চল কমিটির উদ্যোগে।
প্রতিবাদ সভার সভা নেতৃত্ব করেন কমরেড মাধুরী দাস। বক্তব্য রাখেন অঞ্চল কমিটির নেতৃত্ব কমরেড সুস্মিতা দাস।ইস্পাত নগরী এ-জোন।পশ্চিম বর্ধমান।

সংবাদদাতা :- জয়া দত্ত – গতকাল সর্বভারতীয় দাবি দিবস, পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া মহিলা সমিতির পক্ষ থেকে পালিত হলো। অবস্থানে জমায়েত ছিল চোখে পড়ার মতো। প্রায় ১৫০ জন মহিলার জমায়েত ছিল। স্লোগান,বক্তৃতা ও গানের মধ্যে দিয়ে দিন টি পালন করা হয় । বক্তৃতা দেন. নেত্রী মমতা দত্ত, শান্তনা বাউরি প্রমুখ।

সংবাদদাতা:- দেবমিতা চ‍্যাটার্জী- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি(AIDWA) ও পশ্চিম বঙ্গ মহিলা সমিতি(PBM)র যৌথ উদ্যোগে জাতীয় প্রতিবাদ দিবস কর্মসূচিতে উখড়া শঙ্করপুর মোড় থেকে বাজপেয়ী মোড় পর্যন্ত মিছিল ও মিছিল শেষে প্রতিবাদ সভা।
উখড়া, দামোদর অজয় নর্থ,পশ্চিম বর্ধমান।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।