জেলা

পশ্চিম বর্ধমানের টুকরা খবর


চিন্তন নিউজ:৯ই সেপ্টেম্বর,২০২০:- সংবাদদাতা :- ডলি শীল:- চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানাকে , বেসরকারিকরণ করার প্রতিবাদে গতকাল লেবার ইউনিয়ন এর পক্ষ থেকে মোটরসাইকেল মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সংবাদদাতা:- ডলি শীল আর‌ও জানাচ্ছেন, বারাবনি বিধানসভার বারাবনি ব্লকের পুঁচড়া পঞ্চায়েতে গতকাল সারা ভারত কৃষক সভা, সারা ভারত খেত মজুর ইউনিয়ননের পক্ষ থেকে কেন্দ্র ও রাজ্যের কৃষক বিরোধী, জনবিরোধী নীতি প্রতিবাদে ও পুঁচড়া পঞ্চায়েতের জনগণের দাবী নিয়ে মিছিল করে ডেপুটেশন দেওয়া হল।

সংবাদদাতা:- সাগর ব‍্যানার্জী জানাচ্ছেন, গতকাল আসানসোলে জে কে কলোনীতে একটি পিট সভা সংঘটিত হয়।লাভ জনক তেল শিল্পকে বেসরকারীকরণ করা যাবে না, শ্রমিক বিরোধী নীতি প্রত্যাহার করতে হবে, সম কাজে সম বেতন দিতে হবে এই দাবীত শ্রমিক সংগঠনের আহ্বানে ২ দিন স্ট্রাইকের সমর্থনে জে কে নগর কলিয়ারীতে পিট সভা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।