জেলা

পশ্চিম বর্ধমান জেলা নিউজ


চিন্তন নিউজ: ২৮ শে আগস্ট:-; সংবাদদাতা শেলী মন্ডল:- আজ ২৮ শে আগস্ট জাতীয় প্রতিবাদ দিবসে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি , দুর্গাপুর ইস্পাত ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি: ইস্পাত নগরী বি-জোন কৃত্তিবাস রোটারি থেকে সমিতির ফ্ল্যাগ ,ফেস্টুন , দাবি সম্বলিত প্ল্যাকার্ড, হাতে লেখা পোস্টার সহযোগে মিছিল চণ্ডীদাস বাজার পর্য্যন্ত। মিছিল শেষে কোভিড-১৯ এর বিপদ থেকে মানুষকে সচেতন করতে মাস্ক বিলি করা হলো

পম্পা নন্দী জানাচ্ছেন, ১৬ দফা দাবীর স্বপক্ষে গনতান্ত্রিক মহিলা সমিতি আসানসোল এক নং এরিয়া কমিটির উদ‍্যোগে আজ জাতীয় প্রতিবাদ দিবস পালন হলো আসানসোলের বি. এন. আর. মোড়ে। বক্তব‍্য রাখেন মৈত্রেয়ী দাস ও শুক্লা গুহ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।