জেলা

পশ্চিম বর্ধমান জেলা নিউজ


চিন্তন নিউজ:২৫শে আগস্ট:-সংবাদদাতা :- শাশ্বতী মিত্র, রাণীগঞ্জ জনজীবনের ১৬ দফা দাবীতে ২০-২৬ প্রচার সপ্তাহ চলছে। এই উদ্দ‍্যেশ‍্যে রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতে আজ ডেপুটেশন দেওয়া হয়। রেশন কার্ড নেই , মানূষের খাদ্যের সঙ্কট, ১০০দিনের কাজে ও ব্যাপক দূর্নীতি প্রভৃতি দাবী নিয়ে এবং এলাকায় পানীয় জলের সমস্যাকে সামনে রেখে এলাকাবাসী কলসী নিয়ে সবাই পঞ্চায়েত অফিসে হাজির হন।

সংবাদদাতা :- কিংশুক মুখার্জী:- সিপিআইএম ডিসেরগড়-ছোটদিঘারী এরিয়া কমিটির উদ্যোগে সপ্তাহব্যাপী প্রতিবাদ সপ্তাহের কমাসূচি হিসাবে মিঠানী স্কুল মোড়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ মুখুটি,অম্লান মুখার্জী, রমেন সেনও কিংশুক মূখার্জী।সভাপতিত্ব করেন মুক্তি মুখার্জী

সংবাদদাতা :-উজ্জ্বল চ্যাটার্জি:- ১৬ দফা দাবীর স্বপক্ষে আজ সি পি আই (এম) বারাবনি এরিয়া কমিটির বিক্ষোভ সভা হলো সালানপুর ষষ্ঠী বাউরি ভবনে। মূল বক্তা ছিলেন কম: মীনাক্ষী মূখার্জী। কর্মসূচির কিছু ছবি।শারীরিক দূরত্ব বজায় রেখেই এই কর্মসূচী হয়। সভায় জমায়েত ছিলো চোখে পড়ার মতো তাই স্থান সঙ্কুলান না হ‌ওয়ায় হওয়ায় হলের বাইরেও ধৈর্য্য ধরে মানুষ বক্তব্য শোনেন।

সংবাদদাতা :- শেলী মন্ডল:-সিপিআইএম দুর্গাপুর ইস্পাত ২ এরিয়া কমিটির উদ্দ্যোগে সপ্তাহব্যাপী প্রতিবাদ সপ্তাহের কর্মসূচি হিসাবে দুর্গাপুর , বি-জোন নিউটন এভিনিউ এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড আশীষ তরু চক্রবর্তী। বক্তব‍্য রাখেন কমরেড ললিত মিশ্র।

সংবাদদাতা :- সোমা তরফদার:- সিপিআইএম দুর্গাপুর ইস্পাত ৩ এরিয়া কমিটির উদ্দ্যোগে সপ্তাহব্যাপী প্রতিবাদ সপ্তাহের কমাসূচি হিসাবে ইস্পাত নগরী দুর্গাপুর , এ-জোন দয়ানন্দ এভিনিউ তে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড নির্মল ভট্টাচার্য , বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতৃত্ব কমরেড পঙ্কজ রায় সরকার ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।