খেলাধূলা

কালো মাটিতে বিরাট আশা বিরাট বাহিনীর


মীরা দাস, চিন্তন নিউজ, ২১ ডিসেম্বর: ২০১৭ সালের জানুয়ারিতে  একদিনের আন্তর্জাতিক আসর বসেছিল কটকের বারাবাটি  স্টেডিয়ামে, এবং সীমিত  ওভারের  ফরম্যাটে বিরাট কোহলী অধিনায়কত্ব  শুরু করেছিলেন। বারাবটি অঞ্চলের উইকেট হাই স্কোরিং হয় কারন  বলাঙ্গিরের  কৃষ্ণ মৃত্তিকা অর্থাৎ  কালো
মাটি। কটকের এই উইকেট তৈরী হয় পশ্চিম  উড়িষ্যার কালো মাটি দিয়ে। আর এই মাটি প্রচন্ড  উন্নত মানের, এই মাটি দিয়ে পিচ তৈরী হলে উইকেটে  বাউন্স থাকে খুব শক্ত হয় উইকেট।

ইডেন গার্ডেন্সের উইকেটের চরিত্র অনেকটা এই রকম। এই মাঠের দর্শকের পয়সা উসুল হয়ে যায় আধবেলাতে, তার কারন  কালো মাটি। সিএবি কিউরেটর সুজন  মুখার্জী  নিজ দায়িত্বে স্থানীয় কালো মাটির ব্যবস্থা করেন নিজ তদারকিতে উইকেট প্রস্তুত করেন।

জানা গেছে বলাঙ্গিরের কালো মাটি ভারতের বিভিন্ন  রাজ্য ক্রিকেট সংস্থা নেয় উইকেট তৈরীর জন্য। তা ছাড়া তান্তর্জাতিক  ম্যাচের জন্যও এই মাটির জোগান দিয়ে থাকে উড়িষ্যার পশ্চিমাঞ্চলের বলাঙ্গির। এছাড়া লক্ষ্ণৌতে যায় এই কালো মাটি, স্টেডিয়ামের  উইকেটে বাউন্স  যাতে হয়।

বারাবাটি  স্টেডিয়ামে  চলছে  ম্যাচের আগের প্রস্তুতি। শেষ ম্যাচেই  সিরিজের ফয়সালা হবে, এবং আশা করা যায় কটকের গ্যালারি ভর্তি থাকবে। রবিবার  ওয়েস্ট  ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ  নির্নায়ক ম্যাচেও রানের লড়াইয়ের  অপেক্ষা, ভারত অধিনায়কের মাথায় ইংল্যন্ড সিরিজের  বহু স্মৃতি  উঁকি দিচ্ছে নিশ্চিত ভাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।