দেবু রায় :চিন্তন নিউজ: ৩০শে মে:–আমফান কেড়ে নিয়েছে কাকদ্বীপের অসংখ্য মানুষের বাড়ি। গৃহহারা মানুষগুলো মাথায় দেওয়ার ত্রিপলটাও পায়নি স্থানীয় পঞ্চায়েত থেকে। অথচ জানা যাচ্ছে তৃণমূলের অঞ্চল সভাপতির বিশাল মজবুত বাড়ি এই ঝড়ে অক্ষত। স্থানীয় মানুষের অভিযোগ, পঞ্চায়েতের পদাধিকারীরা নিজেরা নিরাপদে থাকা সত্ত্বেও গ্রামের মানুষদের প্রাপ্য ত্রিপল, ত্রাণ কুক্ষিগত করে রাখছেন।
অথচ সাধারন মানুষের জন্য কিছুই নেই , এই নিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ জমা হচ্ছে। কিন্তু ভয়ে কেঊ মুখ খুলতে পারছে না !