নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৩০শে সেপ্টেম্বর:–হাওড়ার শালিমার স্টেশনে নির্মীয়মাণ শেড হুড়মুড়িয়ে ভেঙে গেল। অনেকটা জায়গা জুড়ে শেড ভেঙে পড়ায় চাপা পড়ে অনেকেই।আরও বিপত্তি ঘটে শেডের চাপে ওভারহেডের তার ছিঁড়ে যায়।
শোনা যায়, এই শেড তৈরির দায়িত্ব ছিল ইরকন এর ওপর। কাজ চলাকালীন শেডটি ভেঙে পড়ে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।শোনা যাচ্ছে বিদ্যুতের তার ছিঁড়ে এক শ্রমিকের প্রাণহানি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়েই আরপিএফ ও রেল কর্তারা ঘটনাস্থলে পৌঁছে যায়।
প্রশ্ন উঠছে রেলকতৃপক্ষ এমন সংস্থাকে দায়িত্ব দিল যে কাজ চলাকালীন শেডটি ভেঙে পড়ল?? এই ক্ষোভে উপস্থিত মানুষজন রেলকতৃপক্ষের গায়ে হাত তোলে। পুলিশ উত্তেজিত জনতাকে সরিয়ে ফেলে। এখনো জায়গাটি পুলিশ ঘিরে রেখেছে।