রাজ্য

দীর্ঘ লড়াইয়ের পর উদয়ন পন্ডিত চলে গেলেন না ফেরার দেশে।।


সুপর্ণা রায়: চিন্তন নিউজ:১৫ই নভেম্বর:- ঘটে গেল এক নক্ষত্রের পতন। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র জগতের যে ক্ষতি হলো তা অপূরণীয়। করোনা সংক্রমণ অনুঘটক এর কাজ করলো তাঁর মৃত্যুর জন্য। আরোও অনেক রোগ তাঁর ছিল কিন্তু সেইসব নিয়েই তো তিনি ছিলেন। বেলভিউ নার্সিং হোম এর চিকিৎসকরা জানিয়েছেন যে মাল্টিঅর্গান ফেলিওর এবং ব্রেন ডেথ এর কারণেই বুধবার বিকেল থেকেই তাঁর অবস্থার অবনতি শুরু হয় শেষ পর্যন্ত আর সুস্থ হলেন না আমাদের ফেলুদা।

বেলভিউ নার্সিং হোম সুত্রে জানা যায়, ৮৬ বছর বয়স্ক সৌমিত্র চট্টোপাধ্যায় এর মৃত্যু হয়েছে রবিবার । দীর্ঘ ৪০ দিন তিনি ভর্তি ছিলেন বেলভিউতে। গত ৫ ই অক্টোবর তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে এবং পরদিনই তাঁকে বেলভিউতে ভর্তি করা হয়।পরে চিকিৎসকদের চেষ্টাতে তিনি কোভিড মুক্ত হয়ে একটু একটু করে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু বাধ সাধল কোমরবিটি ফ্যাক্টর। একের পর এক অঙ্গ বিকল হয়ে পড়ে। দিনের পর দিন অবস্থার অবনতি হওয়া শুরু হয়। শেষ রক্ষা আর হলো না।

চলে গেলেন অপু ———— দীর্ঘ দিন জড়িত ছিলেন সিনেমা জগতের সঙ্গে। তাঁর কর্মজীবন শুরু আকাশবাণী থেকে।। পরে তিনি সিনেমা জগতে পা রাখেন।। সংষ্কৃতিবান এই মানুষটি বাচিক শিল্পী হিসেবেও যথেষ্ঠ সুনাম অর্জন করেছিলেন।। দীর্ঘ ফিল্ম কেরিয়ার তাঁর। অপুর সংসার দিয়ে শুরু। তারপর একের পর এক কালজয়ী সব সিনেমা। আকাশ কুসুম এর নায়ক জীবনের বেলাশেষে চলে গেলেন অতল মৃত্যুর আহ্বানে। শেষ হলো একটা স্বর্ণযুগ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।