সুমন মাল:চিন্তন নিউজ:১৪ই জানুয়ারি:–মশার লার্ভা নষ্ট করার এক অভূতপূর্ব উপায় বার করলো অনিরুদ্ধ ও রামিজ। বীরভূমের এই দুই ছাত্রকে আজকে সম্বর্ধনা দেওয়া হল এসএফআই বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড ওয়াসিফ ইকবাল, সভাপতি দেবাশীষ সরকার ও জেলা কমিটির সদস্য কমরেড সুমন মাল।
মশার উপদ্রব নিয়ে জেরবার প্রায় গোটা দেশ। মশার লার্ভা মারতে অনেকেই রাসায়নিক স্প্রে ব্যবহার করেন যা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক। এই অবস্থায় আকাশমনি গাছের জৈব নির্যাস থেকে মশার লার্ভা নষ্ট করার উপায় বের করে সকলের নজর কেড়ে নিয়েছে অনিরুদ্ধ ও রামিজ। তারা বলে প্রজেক্ট এর নাম ইকো ফ্রেন্ডলি মসকুইটো ডারভিসাইট । মশার লার্ভা নাশক হিসাবে যে সকল কীটনাশক আমরা ব্যবহার করি সেগুলির ক্ষতিকারক প্রভাব রয়েছে। তাই এর বদলে এমন একটি ডারভিসাইট তৈরী করেছি তার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যা সম্পূর্ণরূপে প্রাকৃতিক। এর খরচ খুব কম, আকাশমনি গাছের শুকনো ফলে প্রচুর পরিমাণে স্যাপোনিন থাকে। সেই ফল গুঁড়ো করে দুই লিটার জলের সঙ্গে ২% অ্যালকোহল মিশিয়ে স্প্রে করলে মশার লার্ভা ধ্বংস হয়ে যায়। অনিরুদ্ধ বলে, গোটা দেশে আকাশমনি গাছ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আমরা সেটা ফ্রিতে সংগ্রহ করে ব্যবহার করতে পারি।
তাদের বিষয় টি হল –
আকাশমনি গাছের শুকনো ফলের নির্যাস থেকে বিভিন্ন প্রজাতির মশার লার্ভা নষ্ট করা যায়। হাতে কলমে সেই তথ্য প্রমাণ করে তাক লাগিয়ে দিয়েছে নলহাটির কয়থা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র অনিরুদ্ধ দাস ও রামিজ আক্তার। ন্যাশনাল চিল্ড্রেন্স সাইন্স কংগ্রেস আয়োজিত কেন্দ্রীয় স্তরের বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় তাদের প্রজেক্ট স্থান পেয়েছে।
এদিকে স্কুলের দুই ছাত্রের এই প্রজেক্ট জেলা স্তর থেকে রাজ্যস্তরে যাওয়ার জন্য মনোনীত হয়। এরপর ন্যাশনাল চিল্ড্রেন্স সাইন্স কংগ্রেস আয়োজিত কেন্দ্রীয় স্তরে বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় স্থান পায়। গত ২৭ থেকে ৩১ ডিসেম্বর কেরলের তিরুবনন্তপুরম এ সেই প্রতিযোগিতা হয়। সেখানে দেশের বিভিন্ন স্কুলের ৭০০টি প্রজেক্ট এর মধ্যে ১৯ টি স্থান পায়। যার মধ্যে এ রাজ্যের দুটি প্রজেক্ট রয়েছে, সেই তালিকায় কয়থা হাইস্কুলের অনিরুদ্ধ ও রামিজ এর প্রজেক্ট রয়েছে। ওই দুই ছাত্রের গাইড টিচার স্কুলের সৈয়দ ইমতিয়াজ আহমেদ বলেন ওরা দু’জনে অত্যন্ত মেধাবী, ওদের প্রজেক্ট জাতীয় স্তরে স্থান পাওয়ায় আমরা সবাই গর্বিত ।
ভারতের ছাত্র ফেডারেশন (S.F.I) বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও সম্বর্ধনা দেওয়া হয়।।