দেশ

জলের ট্যাঙ্কার, টিউবওয়েলে, লাঠি হাতে পাহারা উচ্চবর্নের মানুষদের, কোন মতেই জল দেবেনা দলিতদের


মীরা দাস, চিন্তন নিউজ, ৪ জুলাই: মাটির নীচের জলস্তর কমে আসছে, সারা দেশে জলসংকট চরমে উঠেছে। বৃষ্টির দেখা নেই, নদী জলাধার সব শুকিয়ে কাঠ। খুব কষ্টে মানুষ জল সংগ্রহ করছে, এই অবস্থায় উত্তরপ্রদেশের বুন্দেলখন্ডের তেন্দুরা গ্রামে জল নিতে গেলে দেখা হচ্ছে জাতপাত।

সমস্ত নদী, জলাধার গুলি যখন শুকিয়ে গিয়েছে, সেই জায়গায় ভরসা শুধু টিউবওয়েল বা জলের ট্যাঙ্কার, সেখানে উচ্চবর্নের মানুষরা দলিতদের জলের ট্যাঙ্কার বা টিউবওয়েলের ধারে কাছে ঘেঁসতে দিচ্ছে না। এমনকি লাঠি হাতে পাহারা দেওয়া হচ্ছে যাতে তারা জল না পায়।

দলিত মহিলারা বলছেন, “ওদের ইচ্ছা হলে এক বালতি দেয়, বাদ বাকি জল সাত, আট কি.মি হেঁটে গ্রামে যেতে হয়। আর দলিতদের একটি মাত্র টিউবওয়েল আছে সেখান থেকে এক বালতির বেশী জল পাওয়া যায় না।”

এই পাহারা বসানো নিয়ে প্রশ্ন করা হলে উচ্চবর্ণের লোকেরা অদ্ভুত যুক্তি দেখিয়ে বলছে মাটির তলায় জলস্তর কম, জল চুরি রুখতেই এই অভিনব ব্যবস্থা। কিন্তু যখন বলা হয়, জল না দেওয়াটা অমানবিক, তার উত্তরে বলে যে, ”এখানে জঙ্গলের রাজ চলছে, সব জল দিয়ে দিলে আমরা বাঁচব কি ভাবে?”

এদিকে জেলাশাসক বলছেন, “আমরা জাতপাত মানি না।” অন্যদিকে প্রাক্তন বিধায়ক বিবেক সিং বলেন, “যাদের জলের বোতল কিনে খাবার ক্ষমতা আছে, তাদের আবেদনেই সাড়া দিচ্ছে প্রশাসন, অথচ গরীব মানুষ দের খাবার জলের আবেদনে সাড়া দিচ্ছে না যোগী সরকার।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।