রাজ্য

বাম কাউন্সিলরদের কাজে বারে বারে বাধা দিচ্ছে তৃনমূল কাউন্সিলর ও পুলিশ


চৈতালী নন্দী, চিন্তন নিউজ, ২ আগস্ট: বিভিন্ন উন্নয়ন মূলক কাজে বাম কাউন্সিলরদের বাধা দেওয়া ও পুলিশি হস্তক্ষেপ এরাজ্যে প্রার নিয়মে পরিনত করেছে তৃনমূল সরকার। এরাজ‍্যে সিপিএম কাউন্সিলররা যেখানেই কোনো জনকল‍্যান মূলক কাজ অথবা জনসেবা মূলক কাজ করতে যাচ্ছে সেখানেই তাদের পিছনে তৃনমূলী বহিরাগতদের লেলিয়ে দিয়ে কাজ পন্ড করে দেওয়া হচ্ছে, অথবা নিজেরাই বলপূর্বক সেই কাজ নিজেদের হস্তগত করে সম্পূর্ণ কৃতিত্ব নিজেদের পক্ষে নেবার নিরন্তর চেষ্টা করে চলেছে। এছাড়াও তৃনমূলী কাউন্সিলররা তাদের ওয়ার্ডের কাজ করার জন‍্যে যে বরাদ্দ হাতে পাচ্ছে, সিপিএম কাউন্সিলরদের নানা কারন দেখিয়ে তা থেকে পুরোপুরি বঞ্চিত করা হচ্ছে।

সম্প্রতি খড়্গপুর শহরে ঘটেছে এমনই একটি ঘটনা। ঐ শহরের ৩৩ নং ওয়ার্ডে সিপিএম কাউন্সিলর স্মৃতিকনা দেবনাথ বলেন গত দুবছর ধরে বরাদ্দ পাঁচ লক্ষ টাকার একটি শিশু পার্ক তৃনমূলী বহিরাগতদের বাধাপ্রদানে বার বার বাধাপ্রাপ্ত হচ্ছে। এই কাজে বাধা দিচ্ছেন প্রাক্তন পৌরপিতা ও বর্তমান কাউন্সিলর জহরলাল পাল। কাজ শুরু হতেই ছুটে আসেন জহর পাল সহ বিভিন্ন ক্লাব ও তাদের আশ্রিত লোকজন, সঙ্গে পুলিশ বাহিনী। কিন্তু স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত জনরোষে এই দুষ্কৃতী বাহিনী পিছু হটতে বাধ‍্য হয়।

পুলিশ আধিকারিকরা সবাইকে একসাথে বসিয়ে মিমাংসার নির্দেশ দেন। তৃনমূল কাউন্সিলরদের  কোনো যুক্তিই কাজে আসেনি। নিজেদের যুক্তির জালে তারা নিজেরাই জড়িয়ে পড়েন। সাধারণ মানুষের প্রতিবাদে তারা থানা ছাড়তে বাধ‍্য হন। এভাবেই বারবার প্রতিকূলতার সম্মুখীন হয়েও বামপন্থী নেতা নেত্রীরা লড়ে যাচ্ছেন সাধারণ মানুষের স্বার্থে, এবং জয় ছিনিয়ে আনছেন দেশের নিপীড়িত মানুষের জন্যে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।