রাজ্য

আমফান দুর্গতদের বরাদ্দ ত্রিপল টানিয়ে তৃণমূলের শহীদ দিবস পালন


সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ :-২১ শে জুলাই বিধাননগর:- আজ ২১ শে জুলাই, তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। কোরোনার জন্য দলের সুপ্রীমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি নির্দেশ, সমাবেশ না করে নিজ নিজ জেলায় শহীদদের স্মরণ করার। এখানেই ঘটলো বিপত্তি ।

বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ১১ নং ওয়ার্ডের গোবিন্দনিবাস খেলার মাঠের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভা হ’চ্ছিল। ওই সময় দেখা যায় যে, যে ত্রিপল আমফানে দুর্গতদের জন্য বরাদ্দ ছিল সেই ত্রিপল টাঙিয়ে হচ্ছে সমাবেশ। একদিকে রাজ্যের এক অংশের মানুষ একটা ত্রিপলের জন্য হাহাকার করছেন, অন্য দিকে তাঁদের বরাদ্দ ত্রিপল দিয়ে সমাবেশ হচ্ছে। এই নিয়ে জল্পনাতুঙ্গে।

এত ত্রিপল কোথায় ছিল? কেন দুর্গত এলাকার মানুষের ত্রিপল পেলেন না ? প্রশ্ন অনেক কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনরকম বিবৃতি পাওয়া যায় নি ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।