কলমের খোঁচা

বিশিষ্ট অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্মদিবসে চিন্তনের শ্রদ্ধা নিবেদন


কল্পনা গুপ্ত: চিন্তন নিউজ:৩রা নভেম্বর:- এডভাইসারি বোর্ড অব ইনসেন্টিভ ফর গ্লোবাল হেলথের সদস্য এবং টমাস ডিব্লিউ ল্যামন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক অধ্যাপক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপকরূপে কর্মরত অমর্ত্য সেন জন্মেছিলেন ১৯৩৩ সালের ৩রা নভেম্বর।

তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষা শেষে ১৯৫৩ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে প্রথম হয়ে বি এ ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে পড়েন। এখানেই পি এইচ ডি ডিগ্রির জন্য ভর্তি হয়ে দু’বছরের ছুটিতে কলকাতায় ফিরলে তাঁকে সদ্য প্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অর্থনীতি বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান হিসাবে নিয়োগ করেন তৎকালীন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ত্রিগুণা সেন। এখানে দুবছর অধ্যাপনা করে তিনি আবার ফিরে যান ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ে, ফেলোশিপ অর্জন করেন।

তিনি একজন অর্থনীতিবিদ ও দার্শনিক। দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্রের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদানের জন্য ১৯৯৮ সালে তিনি নোবেল পুরষ্কার পান। ১৯৯৯ সালে তিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হন।

ছাত্রাবস্থায় তিনি বামপন্থী রাজনীতির প্রতি আকৃষ্ট ও প্রভাবিত হন। তিনিই বিভিন্ন দেশের শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন। তাঁর লেখা বই তিরিশটি ভাষায় অনূদিত হয়েছে। তিনি ইকনমিস্ট ফর পিস এন্ড সিকিউরিটির ট্রাস্টি। নিউ স্টেটসম্যান ম্যাগাজিনে তাঁকে বিশ্বের ৫০ জন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যাক্তির তালিকাভুক্ত করা হয়েছে। আজ তাঁর জন্মদিনে চিন্তনের পক্ষ থেকে তাঁর সফল ৮৬ বছর আরো সুস্থ, সফলভাবে এগিয়ে যাক এই কামনা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।