কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:১৯শে জুলাই:–কাকলি চ্যাটার্জির দেওয়া ১৮ জুলাইয়ের খবর:-নদীয়াঃ
নদীয়া জেলার বেথুয়াডহরীতে অবস্থিত ডি ওয়াই এফ আই- এস এফ আই কার্যালয় দখলের চেষ্টা করেছিল এলাকার কিছু বিজেপি দুষ্কৃতীরা। স্থানীয় গণতন্ত্রপ্রিয় সাথে নিয়ে এলাকার ছাত্র-যুবরা ব্যাপক জমায়েত করে তা প্রতিহত করল।
কাকলি চ্যাটার্জির দেওয়া ১৮জুলাইয়ের খবর:- দক্ষিণ দিনাজপুরঃ
লকডাউন চলাকালীন পশ্চিমবঙ্গ eরাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদের এস এম এস এর মাধ্যমে সাধারণ মানুষের ওপর বেহিসেবী বিদ্যুৎ বিল চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ও বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে কুশমুন্ডী বিদ্যুৎ কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারের কাছে ডি ওয়াই এফ আই কুশমুন্ডী লোকাল কমিটির পক্ষ থেক ডেপুটেশন দেওয়া হল ।
কাকলি চ্যাটার্জির দেওয়া ১৮জুলাইয়ের খবর:- মালদাঃ
মালদা জেলার বামনগোলা ব্লকের দুটি পঞ্চায়েতে অঞ্চল কার্যালয়ে কর্মরত এক আধিকারিকের সই জাল করে গরীব মানুষদের কোটি কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠল দুই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। একজন তৃণমূল ও একজন বিজেপির। দুই প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ও গরীব মানুষদের প্রাপ্য টাকা তাদের মধ্যে বন্টনের দাবিতে বাম-কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে বামনগোলা বি ডি ও এর নিকট ডেপুটেশন দেওয়া হল।
কাকলি চ্যাটার্জির দেওয়া ১৮জুলাইয়ের খবর:-মুর্শিদাবাদঃ
লকডাউনের জেরে স্কুল বন্ধ। এরফলে ছাত্র-ছাত্রীদের একটা অংশ লেখাপড়ার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। সেই সমস্যার কথা মাথায় রেখে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল ভারতের ছাত্র ফেডারেশন। ভারতের ছাত্র ফেডারেশন মুর্শিদাবাদ জেলার লালবাগ লোকাল কমিটির উদ্যোগে হাসানপুর ইউনিট কমিটির পক্ষ থেকে এলাকার পিছিয়ে পরা দুস্থঃ ও অসহায় ছাত্র-ছাত্রীদের হাতে সুদীপ্ত গুপ্ত ও সৈফুদ্দিন মোল্লা কিডস ও বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল।
কাকলি চ্যাটার্জির দেওয়া ১৮ জুলাইয়ের খবর:–উত্তর ২৪ পরগনাঃ
উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পৌরসভা মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় সাধারণ মানুষদের পরিসেবা দিতে পুরোপুরি ব্যর্থ। পৌর পরিসেবা প্রদানের দাবিতে সি পি আই (এম) টেক্সম্যাকো দেশপ্রিয় নগর এরিয়া কমিটি ও সি পি আই (এম এল) এর পক্ষ থেকে পুরপ্রধানের নিকট ডেপুটেশন দেওয়া হল।
কাকলি চ্যাটার্জির দেওয়া ১৮ তারিখের খবর:- দক্ষিণ ২৪ পরগনাঃ
সি পি আই (এম) নেতা শমীক লাহিড়ী ও প্রভাত চৌধুরীর উপস্থিতিতে ছাত্র- যুবর নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডি ওয়াই এফ আই – এস এফ আই মহেশতলা২ লোকাল কমিটির অন্তর্গত বেগরখাল ইউনিট কমিটির উদ্যোগে এলাকার প্রায় তিন শতাধিক দুঃস্থ ও অসহায় ছাত্র- ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন করা হল।
কাকলি চ্যাটার্জির দেওয়া:-১৮ তারিখের খবর:বীরভূমঃ
রেশন ব্যবস্থার মাধ্যমে সকল মানুষের মধ্যে বিনামূল্যে মাসে ১০ কেজি খাদ্য শস্য বন্টনের দাবিতে, পেট্রপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে, রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ব সংস্থা ও কয়লাখনিগুলো বেআইনি ভাবে বিভিন্ন পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে বীরভূম জেলার বোলপুর শ্যামবাটিতে বাম-কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হল।
কাকলি চ্যাটার্জির দেওয়া ১৮তারিখের খবর:পূর্ব বর্ধমানঃ
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের অন্তর্গত বিধানপল্লী রায়নগর প্রাথমিক কমিটির পক্ষ থেকে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ ৩২ জন ছাত্র-ছাত্রীকে আজ সম্বর্ধনা দেওয়া হল। ডি ওয়াই এফ আই এর সম্বর্ধনা পেয়ে আপ্লুত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্র – ছাত্রী ও তার পরিবার।
পশ্চিম মেদিনীপুরঃ
করোনা ভাইরাসের জেরে লকডাউন পরিস্থিতির মধ্যেও ব্লাড ব্যাঙ্কের রক্তের শূন্যতা পৃরণ করতে এগিয়ে এল সেই বামেরাই। সি পি আই (এম) পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি ও পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সন্মিলনীর উদ্যোগে মেদিনীপুর আঞ্চলিক শাখা ও গড়বেতা গোয়ালতোড় কমিটির পরিচালনায় গোয়ালতোড় এ বি টি এ ভবনে আজ একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।