সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে এখন করোনা সংক্রমণ বেশ উঁচুতে সেই মারাত্মক অবস্থায় হুগলি জেলার আরামবাগের রাজারহাট_২ পঞ্চায়েতের একটি ভ্রমণ সংস্থা মানুষদের বেড়াতে নিয়ে যাবার ব্যবস্থা পাকা করে ফেলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নমস্কার জানিয়ে লিফলেট বিতরণ করেছে। আর করোনা ভাইরাস কে ” বন্ধু” বলে সম্বোধন করেছে। এই বিজ্ঞাপন দেখে চক্ষু চড়কগাছ সাধারণ মানুষ থেকে স্বাস্থ্য অধিকর্তা সবাই। আর পর্যটন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন সব নিয়মকানুন মেনে বেড়াতে যাওয়া যেতেই পারে। অসুবিধা তো কিছু দেখছেন না তিনি। যেখানে শারীরিক দূরত্বটা মেনে চলাই এই রোগের চিকিৎসা সেখানে এই বেড়াতে যাওয়া কতটা বিপজ্জনক।
হুগলি জেলার পুড়শুড়াতে দরপত্র না ডেকে ঘনিষ্ঠ ঠিকাদারকে বরাত দেওয়ার অভিযোগ উঠলো পুড়শুড়ার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।। পঞ্চায়েত প্রধান স্নিগ্ধা বাউরির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ওই পঞ্চায়েতের উপপ্রধান তপন সামুই সহ আরও কিছু সদস্য। নতুন ডিসপ্লে বোর্ড গঠন করা নিয়ে এই গন্ডগোল বেঁধেছে।দরপত্র না ডেকে প্রায় ২৫টি ডিসপ্লে বোর্ড ইতিমধ্যে তৈরি করা হয়েছে।।
পান্ডুয়া থেকে পাওয়া খবর, তৃনমুলের দুই গোষ্ঠীর মধ্যে দেড় হাত বেড়া দেওয়া নিয়ে তুমুল হাতাহাতি হয়।এই ঘটনায় প্রায় ২৪ জন তৃনমুল সদস্য আহত হয়েছেন। ঘটনায় প্রকাশ তৃনমুল এর নেতা অমর ঘোষ এবং আর এক তৃনমুল নেতা আব্দুল মান্নান এর সঙ্গে দীর্ঘদিন ধরে গোষ্ঠী দ্বন্দ্ব চলছে।বেড়া দেওয়া হচ্ছিল আমিরুল ইসলাম নামে এক তৃনমুল সমর্থক এর বাড়িতে।সে সে আব্দুল মান্নান এর অনুগামী। প্রথম ঝগড়ার পর তারপর ইট ছোড়াছুড়ি শুরু হয়। দুই গোষ্ঠীর সঙ্গে অনেক স্থানীয় লোকজন ও আহত হন।।
জাঙ্গীপাড়া থেকে সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে:-আজ প্রয়াত হলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পূর্বতন জোনাল কমিটির নেতা ও রাজবল্লভপুর হাট ১নং গ্রামপঞ্চায়েত ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা মফিজুল ইসলাম।
হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে- ভারতের ছাত্র ফেডারেশন বৈদবাটি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক ভালো ফলাফল জন্য আকাশ মুখার্জি কে সংবর্ধনা দেওয়া হলো ।
সংবাদ সংগ্রাহক কৌশিক মালিক জানান যে আরামবাগ ও গোঘাট ছাত্র,যুব দের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল,,,।
সায়ঙ্ক মন্ডল হুগলি জেলার সংবাদ সংগ্রাহক জানান যে:- ভারতের ছাত্র ফেডারেশন চুঁচুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক সারা রাজ্যর মধ্যে প্রথম ঐক্য ব্যানার্জ্জী এবং সারা রাজ্যের মধ্যে তৃতীয় স্বরজিৎ ধর কে চুঁচুড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হলো।
বৈঁচিপোতা পঞ্চায়েত এলাকাতে কোরোনায় আক্রান্ত হয়েছেন এক ব্যক্তি। কিন্তু সেখান কার পঞ্চায়েত সমিতি এলাকা কে স্যানিটাইজেশন করার কোন ব্যবস্থা নেননি । তাই আজ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বৈচিপোতা ইউনিট কমিটির সদস্য রা সারা এলাকা এবং পঞ্চায়েত অফিস স্যানিটাইজেশন করলেন এবং ওই এলাকাতে মাস্ক বিলি করলেন ।
হুগলি জেলার সংবাদ সংগ্রাহক প্রদ্যুৎ সরকার জানালেন যে রাজ্যর ১৬টা বাম এবং সহযোগী দলের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ -১৯ জুলাই রাজ্যের সর্বত্র করোনা সংক্রমণের থেকে রক্ষা পেতে সচেতনতার প্রচার করা হবে। সেই সিদ্ধান্ত কার্যকর করতে উদ্যোগ নিলেন ডানলপ-বাঁশবেড়িয়া-চন্দ্রহাটী এলাকার বাম দল গুলো। আজ ত্রিবেণী অংশে এই সচেতনতা প্রচার করা হয় সাধারণ মানুষের মধ্যে। উপস্থিত ছিলেন প্রণত গুহ,সুব্রত দাশগুপ্ত,তরুণ চ্যাটার্জী ।
হুগলি জেলায় করোনা ভাইরাস সংক্রমণের সচেতনতা নিয়ে এক বিশাল কর্মসূচি আয়োজন করা হয়।
স্বাতী শীল, দেওয়া রিপোর্ট অনুযায়ী করোনা মহামারী থেকে ১৮-১৯ জুলাই রাজ্যের সাধারণ মানুষকে সচেতন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের ১৬ বাম এবং সহযোগী দল। সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য আজ চুঁচুড়া ঘড়ির মোড়ে চুঁচুড়া এরিয়া কমিটির অন্তর্গত বাম দলগুলি সচেতনতার প্রচারে নামেন। করোনা ভাইরাস থেকে সচেতন করার আগে জেলার ট্রেড ইউনিয়ন নেতা প্রয়াত কমরেড শিবশঙ্কর ব্যানার্জিরকে স্মরণ করে নীরবতা পালন করা হয়। এই সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি পি আই(এম) এর পক্ষে মনোদীপ ঘোষ,অরিন্দম ঘোষ, আর এস পি র পক্ষে কিশোর সিং,ফরোয়ার্ডব্লক’র পক্ষে সুনীল সাহা ,সি পি আই(এমএল) লিবারেশনের পক্ষে ভিয়েত ব্যানার্জি সহ আরো অনেকে।
হুগলি জেলার ডানকুনি থেকে সংবাদ সংগ্রাহক সিদ্ধার্থ গুহ জানিয়েছেন যেকরোনা ভাইরাসের পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাঝপথে এসে বন্ধ করে দিতে হয়ে।। তার দরুন অনেক টালবাহানা শুরু হয়ে, সেই সব টাল বাহানা কাটিয়ে উঠে ১৭ই জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের ফলাফল অনুযায়ী অঙ্কুর মন্ডল( চতুর্থ স্থানাধিকারী) ও নিরঞ্জনা ঘোষ(পঞ্চম স্থান অধিকারী) এই দুজন ছাত্র ছাত্রী আমাদের জনাই গ্রামের বাসিন্দা। এটা আমাদের কাছে এক বিশাল আনন্দের সংবাদ,গর্বের সংবাদ। একজন ডানকুনি পাঠভবনের ও এর একজন জনাই স্কুলের শিক্ষার্থী।
আজকে বিকাল ৪.৩০ ঘটিকায় এই ২জন ছাত্র ছাত্রীকে পুষ্প স্তবক দিয়ে সম্বোর্ধিত করা হলো, আগামী দিনে তারা সাফল্য লাভ করুক,দেশ ও দশের একজন হয়ে উঠুক।।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক কমরেড সায়নদীপ মিত্র, চন্ডিতলা ২নং ব্লকের ডিওয়াইএফআই এর সভাপতি কমরেড মনোজ চল ও সম্পাদক কমরেড অপূর্ব পাল এছাড়া অন্যান্য নেতৃত্ব।
সকল উচ্চমাধ্যমিক পাশ করা পরীক্ষার্থীকে চিন্তন নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।