মিঠুন ভট্টাচার্য: চিন্তন নিউজ:১৫ই সেপ্টেম্বর:- দেশের জনসংখ্যার ৬০ শতাংশ ১৪ থেকে ৪০ এই যুব অংশের মানুষ অথচ এই যৌবনের সাথে আমাদের দেশ এবং রাজ্যের সরকার করছে সবচেয়ে বেশি প্রতারণা , একদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইমাম ভাতা এবং পুরোহিত ভাতা , কাটমানি , সিন্ডিকেট , আলু চুরি , চাল চুরি আরেকদিকে ধর্মের নামে – বর্ণের নামে – জাতের নামে বিভাজনের রাজনীতি আর মেরুদণ্ডহীন দলবদল এর খেলা , কিন্তু এর মাঝেই সারা পশ্চিমবঙ্গের মতো আজ ১৫সেপ্টেম্বর শিলিগুড়ির রাজপথের দখল নিল বামপন্থী ছাত্র – যুবরা , দাবি ছিল হক আদায়ের , দাবি ছিল বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের , দাবি ছিল কর্মসংস্থানের , দেশের এবং রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের রয়েছে নির্দিষ্ট ছাত্র এবং যুব সংগঠন কিন্তু এসএফআই এবং ডিওয়াইএফআই যেভাবে প্রতিমুহূর্তে এমনকি নিজেদের প্রস্তাবনার প্রধান দাবি করে খাদ্য , বস্ত্র , বাসস্থান , শিক্ষা , স্বাস্থ্য এবং শিক্ষা শেষে কর্মসংস্থানের এমন দাবি আমাদের দেশের অন্য কোন ছাত্র – যুব সংগঠন করে এমন নজির কেউ দেখাতে পারবে না , তাই আজ মূলত কর্মসংস্থানের দাবি সহ আরো বিভিন্ন দাবিতে বৃষ্টিস্নাত বিকেল বেলায় শিলিগুড়ি সাক্ষী থাকলো শাসকের চোখে চোখ রাখা এক উদ্যমী মহামিছিলের।
হিলকার্ট রোডের অনেক জায়গায় আলোচনায় শোনা গেল বহুদিন স্লোগানে স্লোগানে মুখরিত এমন সুসজ্জিত – সুবিশাল শ্বেত পতাকার মিছিল শিলিগুড়িতে দেখা যায়নি , দৃষ্টান্ত স্থাপন করলো এসএফআই এবং ডিওয়াইএফফাই।