জেলা রাজ্য

আজ পুনরায় আরও বেশি সংখ্যক টোটো নিয়ে নতুনভাবে শুরু হল জনতার পরিবহন।


সরোজ দাস: চিন্তন নিউজ:৯ই জুন:- সি পি আই (এম) বালি বেলুড় এরিয়া কমিটি পরিচালিত জনতা পরিবহনের আজ তৃতীয় দিন। শাসকের ঘুম কেড়ে নিয়েছে জনতা পরিবহনের সাফল্য, জনবিরোধী সরকার চিরকালই আমজনতার স্বার্থবিরোধী পদক্ষেপ নেবে এটাই স্বাভাবিক।

লকডাউনের বিধিনিষেধ সম্পূর্ণভাবে মেনে প্রত্যেক টোটো প্রতিবার যাত্রা শুরুর পূর্বে এবং আরোহীদেরও হাতে স্যানিটাইজার দিয়ে স্যানিটেশন করে মাত্র দুজন সওয়ারি নিয়ে ১০ টাকা ভাড়ার বিনিময়ে চালু করা হয়েছে এই পরিবহন। গতকাল গোলাবাড়ি থানার পুলিশ আটক করে দশটি টোটো, চালকদের ও আটকে রাখা হয়। দলীয় নেতৃবৃন্দ থানায় হাজির হলে ডি এস পি জানান লাল ঝান্ডা লাগিয়ে টোটো চালানো যাবে না এবং জনতা পরিবহন স্টিকারও দেওয়া যাবে না। অথচ আমরা শাসকদলের পতাকা, ফেস্টুন ও নেতাদের ছবিসহ টোটো, অটো রাস্তায় দেখতেই অভ্যস্ত বিগত নয় বছর ধরে। অনেক তর্কবিতর্কের পর জনতার স্বার্থে নেতৃত্ব রাজী হন এই শর্তে।

আজ পুনরায় আরও বেশি সংখ্যক টোটো নিয়ে নতুনভাবে শুরু হল জনতার পরিবহন। জেনে রাখা দরকার আরোহীদের থেকে (২জন) টোটোচালকদের আয় প্রতি খেপে ২০ টাকা এবং ৮০ টাকা ভর্তুকি দিয়ে চলেছে সি পি আই (এম) পার্টি। যেটা সরকারের কাছে পাওয়ার কথা সাধারণ মানুষের সেই চাহিদা পূরণ করে দায়বদ্ধতার পরিচয় দিল পার্টি। আশার কথা, ভরসার জায়গা এটাই প্রশাসনের হুমকির কাছে মাথা উঁচু করে প্রতিদিন আরও বেশি টোটোচালক এগিয়ে আসছেন সহযোগিতার হাত বাড়িয়ে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।