দেশ

আজ মঙ্গলবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘট।—-


তুলসী কুমার সিনহা:চিন্তন নিউজ: ২২শে অক্টোবর:-দেশজুড়ে ব্যাংকের ধর্মঘট ডেকেছে ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অব ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন ।আজ মঙ্গলবার২২/১০/১৯ দেশ জুড়ে চলছে ব্যাংক ধর্মঘট।ব্যাংক সংযুক্তি করনের প্রতিবাদ সহ এক গুচ্ছ দাবিতে ধর্মঘট ডেকেছে এই ব্যাংক দুই কর্মীসংগঠন।
দাবি গুলি হলো:-
১) ব্যাংকগুলি সংযুক্তি করন করা চলবেনা।
২)পরিষোধ না হওয়া ঋন অবিলম্বে আদায় করতে হবে।
৩)ঋন খেলাপীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪)গ্রাহকদের ওপর থেকে সার্ভিস চার্জ লাঘব করতে হবে।
৫)ব্যাংকে জমা দেওয়া টাকার প্রতি ক্ষেত্রে সুদের হার বাড়াতে হবে।

ধর্মঘটীদের আরো বক্তব্য কেন্দ্র যেভাবে একেরপর এক ব্যাংক সংযুক্তি করনের সিদ্ধান্ত নিচ্ছে তাতে একদিকে যেমন ব্যাংক পরিষেবার মান কমবে তেমনি ব্যাংক আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

প্রসঙ্গত কেন্দ্র সরকার পূজার আগেই দশটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক কে চারটি পরিণত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সম্পূর্ণ গ্রাহকদের স্বার্থবিরোধী। এবং ধাপে ধাপে সুদের হার কমিয়ে সাধারণ মানুষদের বিপদের মুখে ফেলছে সরকার।এই ধর্মঘটের আওতায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক, বিদেশি ব্যাংক ও এটিএম কর্মীরাও সামিল হয়েছে। জনস্বার্থের এই ধর্মঘটে সরকারের টনক নড়িয়ে দেবার আশা করছে ব্যাংক কর্মী ইউনিয়ন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।