সৌম্যদ্যুতি ভৌমিকঃ চিন্তন নিউজ:১৯শে অক্টোবর:- রুশ দেশের নভেম্বর বিপ্লবের প্রভাবে ব্রিটিশ উপনিবেশের দ্বারা পরাধীন ভারতবর্ষের বুকে সামাজিক এবং অর্থনৈতিক শোষণের অবসান ঘটিয়ে ‘পূর্ণ স্বাধীনতা’র দাবি নিয়ে মেহনতী ও পশ্চাদপদ মানুষের শ্রেণিসংগ্রামের ধারাতে ১৯২০ সালে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা লাভ করে । ১৭ই অক্টোবর ২০২০ ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পূর্ণ হয় । সি.পি.আই(এম) পার্টির পক্ষ থেকে গোটা ভারতবর্ষে জুড়ে পূর্নমর্যাদায় পার্টি প্রতিষ্ঠার শতবর্ষকে স্মরণ করে কর্মসূচী পালন করা হয় । বি. গার্ডেন এরিয়া কমিটির পক্ষ থেকে পার্টি অফিসে সকাল ১০টায় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্য দিয়ে পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করা হয় । এছাড়াও বি. গার্ডেন এরিয়া কমিটির অন্তর্গত বিভিন্ন শাখা নিজস্ব উদ্যোগে পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত করে । পার্টির সিদ্ধান্তানুসারে গত বছর ১৭ই অক্টোবর থেকে এই শতবর্ষ উদযাপনের কর্মসূচী নেওয়া হলেও এই বছর ফেব্রুয়ারি-মার্চ থেকে গোটা বিশ্বে করোনা মহামারির জন্য প্রকাশ্য কর্মসূচী বাতিল করে দেওয়া হয়েছিলো । অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা ও সাবধানতা অবলম্বন করে শতবর্ষ পালনের সমাপ্তি অনুষ্ঠান পালনের মাধ্যমে স্বাধীনতা আন্দোলনের বীরযোদ্ধা ও শহীদদের স্মরণ করা হয় । রাজ্য পার্টির নির্দেশ মত বি. গার্ডেন এরিয়া কমিটিও প্রতিটি শাখায় পাঠচক্রের আয়োজন করে । ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষে আয়োজিত শাখাগত পাঠচক্রের বিষয় ছিলো, “স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা” । পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ উপলক্ষে বি. গার্ডেন এরিয়া কমিটির পক্ষ থেকে ১৮ই অক্টোবর বিকাল ৪টের সময় বি. ই. কলেজ সেকেন্ড গেট থেকে কেন্দ্রীয়ভাবে মিছিলের আহ্বান করেছিলো । বর্ণাঢ্য এই মিছিল কলেজ ঘাট রোড ও আন্দুল রোড পরিক্রমা করে হাঁসখালি পোলে সমাপ্ত হয় ।