প্রতিবেদনে মিতা দত্ত: চিন্তন নিউজ:১০ই আগস্ট:– গ্রীসে কয়েকদিন ধরে চলতে থাকা দাবানলের কোপে এবার ইভিয়া। ইভিয়ার আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবনতা যেই গ্রামগুলিতে বেশি সেই এলাকা গুলি থেকে প্রায় দুই হাজার মানুষকে সরিয়ে নিরয়াপদ জায়গায় নিয়ে এসেছে গ্রীক সরকার।
গ্রীস এবং তুরস্কে এই দাবানল প্রায় দুই সপ্তাহ ধরে চলছে। হেক্টরের পর হেক্টর এলাকা পুড়ে ছাইয়ের ঢিপিতে পরিনত হয়েছে। ইভিয়ার অধিবাসীরা তাদের ভবিষ্যতের পরিনতি নিয়ে ভীত।তারা জানে না তারা কবে আবার বাড়ি ফিরবে।
ফায়ার্ফাইটার্সরা প্রাণপন চেষ্টা করছে দাবানলকে জনবসতির দিকে এগোতে না দিতে।তারা আগুনকে উপসাগরের তীরেই ঠিকিয়ে রাখতে চাইছে।
ইভিয়ার বাতাসে শ্বাস নেওয়াও দুসাধ্য হয়ে উঠেছে। বাতাসে খালি ধোঁয়া আর ছাই। প্রায় দুই দিন ধরে ভোর থেকে বিকেল পর্যন্ত ইভয়ার আকাশ কমলা রঙ্গের হয়ে থাকে। দুদিন ধরে এখানকার মানুষ নীল আকাশ দেখেনি।
বেশ কিছু দেশ যেমন ইউকে, ফ্রান্স এবং ইউরোপিয়ান উনিয়ন গ্রীসকে সহায়তা করছে।
আমরা কামনা করি ইভিয়ার মানুষ শীঘ্রই এই বিপর্যয়ের বিভীষিকা থেকে মুক্তি পাক।