জেলা

জলপাইগুড়ি কোল্ড স্টোরেজে আলুর বন্ডের কুপন দেওয়া কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা


দীপশুভ্র সান্যাল:- চিন্তন নিউজ:– জলপাইগুড়ি, ১০ই মার্চ:- শুক্রবার সকাল থেকেই মোহিতনগর এলাকার জলপাইগুড়ি কোল্ড স্টোরেজে আলুর বন্ডের কুপন দেওয়া কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা রাত থেকে কুপনের জন্য লাইন দিয়েছিল বহু মানুষ। সকালে কোল্ড স্টোরেজ খুলতেই বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়। গেটের সামনে ধাক্কাধাক্কিতে আহত হন বহু মানুষ। দু’জন বয়স্কা মহিলা সহ পাঁচ থেকে ছয় জন আলু চাষী গুরুতর অসুস্থ হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসাধীন, তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়ন করা হয় র‍্যাফ বিরাট পুলিশ বাহিনী সারাদিন মোহিতনগর কোল স্টোরেজে মোতায়েন ছিল।

জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের অধীন পাঙ্গা সাহেববাড়ি সংলগ্ন গরালবারী এলাকার গঙ্গা হিমঘরে আলু রাখার বন্ড নিতে ভিড় করে হাজার হাজার কৃষক সহ এলাকার তৃনমূল কর্মীরা। বেলা বাড়তেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে আলুর বন্ড দেওয়া কে ঘিরে। প্রথম দিকে এই ঘটনায় মহিলা সহ বেশ কয়েক জন আহত হন। এরপর বিকেলে অবস্থার আরও অবনতি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় বাড়তি পুলিশ বাহিনী আলুর বন্ড নিতে আসা উত্তেজিত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাদানে গ্যাসের শেল ছুড়তে দেখা যায়, চলে ব্যাপক লাঠি চার্জ।
বিকেলের নাগাদ হিমঘর থেকে মালিক পক্ষকে নিয়ে পুলিশ বেরিয়ে  যেতে গেলে উত্তেজিত কৃষকরা হিম ঘরের মালিক কর্তৃপক্ষকে আটকে বিক্ষোভ দেখান এবং হাতাহাতির মতো ঘটনা ঘটে। পরে অবশ্য এলাকা ফাঁকা হলে পুলিশ চলে গেলে উত্তেজিত কৃষকরা হিমঘর চত্বরে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে।

পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, পরিস্থিতি অনুযায়ী লাঠিচার্জ এবং টিয়ার গ্যাসের সেল ফাটাতে বাধ্য হন তারা।

বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে।








মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।