রাজ্য

    ও এম আর সিটে মোড়ানো কেক ঘিরে চাঞ্চল্য


  সুপর্ণা রায়: চিন্তন নিউজ: ১৪/০৩/২০২৩:- যখন নিয়োগ দূর্নীতিতে তোলপাড় বাংলা — একের পর এক চুনোপুটি থেকে রাঘববোয়াল রা ই ডি কাষ্টডি বা জেলের ঘানি টানছে তখন বোলপুরে র এক চায়ের দোকানে র ঘটনা মাথা ঘুরিয়ে দিয়েছে । ঘটনায় প্রকাশ, একদল যুবক বোলপুরে একটি চায়ের দোকানে চায়ের সাথে  টিফিন  কেক হাতে নিয়ে দেখেন সেই টিফিন কেক মোড়ানো রয়েছে ও এম আর শিটে ।

জনসমক্ষে এই ঘটনা আসতেই তীব্র উত্তেজনা সৃষ্টি হয় বোলপুরে র ঐ এলাকা জুড়ে । কেক গুলো যে  ও এম আর শিটে মোড়ানো ছিল তাতে পরীক্ষার্থীদের রোল নম্বর  , পরীক্ষার্থীদের নাম দেখা যাচ্ছে । যে ও এম আর শিট কোনভাবেই বাইরে আসার কথা নয় সেই শিটে কেক মোড়ানো রয়েছে, ব়্যাপ করা ওএমআর শিটগুলির কোনওটায় লেখা ২০১৪, কোনওটায় লাল-কালো কালিতে উত্তর টিক দেওয়া, কোনওটায় ওএমআর নম্বর লেখা আবার কোনওটায় পরীক্ষার্থীর স্বাক্ষর করা ৷ তবে কত সালের কোন পরীক্ষার ওএমআর শিট এগুলি, তা এখনও স্পষ্ট নয়।

কিন্তু এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে ঐ দোকানী ।

তবে খবরে প্রকাশ যে ঐ কেকগুলো ব্যান্ডেলের কোন এক দোকান থেকে নিয়ে যাওয়া হয়েছে । নিয়োগ দূর্নীতি কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনা থেকে আরও পরিষ্কার হলো ।  যদিও ও এম আর শিট গুলো কোন পরীক্ষা র তা এখনো পর্যন্ত পরিষ্কার নয় ।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।