সূপর্ণা রায়: চিন্তন নিউজ: ২৭ শে অক্টোবর :–দীপাবলিতে অন্ধকারে নিমজ্জিত চা_ বাগান_ আজ দীপাবলি চারিদিকে আলোর ফোয়ারা শুধু অন্ধকার হয়ে রইল চা বাগানের শ্রমিকদের ঘর।। তাদের দীপাবলিতে মিলল না বেতন বা বোনাস কিছুই।।
যখন সারা দেশ আলোতে ঝলমল করছে তখন কালচিনি,রায়মাটাঙ,তু্রতুরি, বীরপাড়ার চা বাগান শ্রমিক দের ছোট্ট ঘরের যে একফালি উঠোনটাও নিকষ কালো অন্ধকারে ঢাকা থাকবে।। মাইনে, বোনাস চেয়ে যখন মালিক রোশনলাল আগরওয়াল ফোন ধরলেন না তখনই শ্রমিকরা বুঝে গেল যে এবার আর তাদের কিছু মিলছে না।
এদিন শ্রমিক পুষ্পা ওঁরাও,সরেন ভুজেলরা যখন কাজে গিয়ে দেখলেন কতৃপক্ষের কেউ নেই,সবাই পালিয়েছে।। শ্রমিক রজনী ওঁরাও বললেন”””শুক্রবার সকালে কাজ করে যখন ঘরে ফিরে যায়, তখনও বুঝতে পারেনি শনিবার আর সাইরেন বাজবে না।”” যখন দুপুর গড়িয়ে গেল তখন বুঝতে পারলেন সব শেষ ।দেওয়ালী পালন আর হল না। উৎসব ভালো কাটেনি বোনাসবেতন মেলে নি।।
একই অবস্থা বীরপাড়া চা বাগানের শ্রমিকদের। তারা ভেবেছিল দীপাবলিতে টাকা পয়সা মিললে ভালো করে উৎসব পালন করবেন কিন্তু তা আর হলো না।। এদিন শ্রমিক রা বিক্ষোভঅবরোধে সামিল হয়েছেন।। বীরপাড়ার শ্রমিকরা ও তীব্র বঞ্চনার শিকার হন। নিমতি মোড় অবরোধ করে বাগান খোলার দাবীতে সোচ্চার হন। সকাল ৭ টা থেকে বেলা ১১টা অবধি এই অবরোধ চলে।। অবরোধে সন্মিলিতভাবে বিভিন্ন সংগঠনের শ্রমিকরা অংশ নেন।। জাতীয় সড়ক অবরোধ করে রাখেন বীরপাড়ার শ্রমিকরা।।