মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ: ৩রা জুন:- সিপিআই(এম)শিলিগুড়ি ৩নং এরিয়া কমিটির উদ্যোগে সাধারণ অভুক্ত মানুষের পেটে দুমুঠো অন্ন তুলে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্ঠায় “#কমিউনিটি_কিচেন”। বিগত ৩০শে মে থেকে প্রতিদিন এই গরীবের রান্নাঘর চালানো হচ্ছে, আজ ছিল তার পঞ্চম দিন। আজ প্রায় ১৫০০জনেরও বেশী মানুষের হাতে তৈরি খাওয়ার তুলে দেওয়া হয়েছে। এই কর্মসূচীকে সার্থক করতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন জয় চক্রবর্তী, তুফান ভট্টাচার্য প্রমুখ।
এরিয়া সম্পাদক তুফান ভট্টাচার্য বলেন যে যতদিন পারবো ততদিন এইভাবে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে পারলে নিজেদেরকে সফল মনে করবো। প্রতিদিনই কোনো না কোনো মানুষ স্বেচ্ছায় এসে কিছু দান করে যাচ্ছে, সেইসব মানুষকে কুর্নিশ জানাই।