লাল্টু ঘোষ: চিন্তন নিউজ:-২৮শে মে:-দুমাস অতিক্রান্ত লকডাউনের, পরিযায়ী শ্রমিকদের দুঃখ কষ্ট অবর্ণনীয়। খাদ্য, আশ্রয়, পরিবহনের দায়িত্ব নেয়নি কেরালা বাদে কোনো রাজ্য সরকারই। আমার রাজ্যের সরকার অনেক টালবাহানার পর মঞ্জুর করে ফেরার আদেশ। ট্রেনভাড়া দেওয়া নিয়ে শুরু হয় চরম বিভ্রান্তি। বিশেষ ট্রেন নিয়েও শুরু হয়েছে গন্ডগোল। এখন আমফানের অজুহাত দেখিয়ে পুনরায় শ্রমিকদের ফেরা না মঞ্জুর। বাধ্য হয়েছেন অসহায় পরিযায়ীদের দল শত শত কিলোমিটার হেঁটে ফেরার সিদ্ধান্ত নিতে। সাইকেল কিনে কিংবা অন্যান্য পরিবহনের মাধ্যমে ফিরলেও হাইওয়ে বা অন্যান্য কোথাও মেলেনি প্রশাসনের সহায়তায় পানীয় জল অথবা খাবার।
একাধিক দুর্ঘটনা,আত্মহত্যার মত ঘটনাও ঘটে গেছে। মাননীয়া মুখ্যমন্ত্রীর নাকি কোভিড১৯ এর ভয়াবহতা সম্পর্কে বোঝার খামতি ছিল। আমাদের রাজ্যের শ্রমিকদের এক বিরাট অংশ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় গহনা শিল্পের সঙ্গে যুক্ত। এরকমই নাগপুর থেকে আগত একদল পথশ্রমে ক্লান্ত পরিযায়ীদের পাশে দাঁড়ালো দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির অন্তর্ভুক্ত সাঁতরাগাছি বাস ওয়ার্কার্স ইউনিয়ন সিটুর কর্মীরা। শুকনো খাবার, জল ও যাওয়ার গাড়ির ব্যবস্থা করে দেওয়া হল সংগঠনের পক্ষ থেকে। প্রতিদিন ধারাবাহিক ভাবে পরিযায়ী ভাইদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত একজোট সংগঠনের কর্মীবৃন্দ।