বিদেশ

শ্রমিক শ্রেনীর উত্তাল আন্দোলন তুনিসিয়ায়


মিতা দত্ত: চিন্তন নিউজ:৯ই ফেব্রুয়ারি:- তুনিসিয়ায় শ্রমিকরা উত্তাল আন্দোলন গড়ে তুলেছে যা গোটা দেশ টায় ছড়িয়ে গেছে।যার ফলে এই আন্দোলন তুনিশিয়ার সর্ববৃহৎ আন্দোলনে পরিনত হয়েছে। হাজারো  আন্দোলনকারীদের  বক্তব্য যে তারা দেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন করছে।

হাবিবুর্গিবাতে আন্দোলন দমনের জন্য পুলিশ সুসজ্জিত বিশাল ব্যারিকেড করেছে। অবশ্য হাজারো আন্দোলনকারীদের চাপে অবশ্য সেই ব্যারিকেড ছিন্নভিন্ন হয়ে যায়। আন্দোলনকারীরা তীব্র আত্মবিশ্বাসের সাথে বলেছে যে আমরা নিজেদের গনতন্ত্র রক্ষা করব এবং সরকার হাজারো ব্যারিকেড দিয়েও তিউনিশিয়ার জনগনকে আটকাতে পারবে না। আন্দোলনকারীরা আরো বলেন যে এই আন্দোলনই একমাত্র দেশের স্বাধীনতা বজায় রাখতে পারে।

এই আন্দোলন দমন করতে ৬০০ জনেরও বেশি আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়েছে যা সরকার অস্বীকার করেছে।

সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও গনতন্ত্র রক্ষার আন্দোলনের শরীক হয়েছে সেই দেশের অনেকগুলি শক্তিশালী রাজনৈতিক দল, যার ফলে আন্দোলন হয়েছে বিশাল ও গোটা দেশ উত্তাল হয়েছে এই আন্দোলনে।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।