রাজ্য

দুঃস্থ পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে এগিয়ে এলো ত্রিবেণী টিস্যু সি আই টি ইউ ইউনিয়নের



রুদ্র চক্রবর্তী: রাজ্য জুড়ে যখন রেশন থেকে চাল চুরির নিদর্শন রাখছে সরকার পক্ষের দল তৃণমূল কংগ্রেস আর সেই সময় ৪০০টি পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে এগিয়ে এলো সি আই টি ইউ ডানলপ- বাঁশবেড়িয়া- চন্দ্রহাটী সমন্বয় কমিটির মধ্যে থাকা ত্রিবেণী টিস্যু সি আই টি ইউ ইউনিয়ন।
তারা সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর পরিবারের হাতে তুলে দিলেন সাধ্যমত খাদ্যসামগ্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু নেতা সৈকত সোঁ, প্রভাত মালিক, সুব্রত দাশগুপ্ত,কুন্তল ব্যানার্জি সহ আরো অনেকে।এছাড়াও ওখানে উপস্থিত ছিলেন ৮০বছর পেরিয়ে যাওয়ায় সিনিয়র কমরেড প্রণব চ্যাটার্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।