সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২৮শে এপ্রিল:-করোনা ভাইরাস সংক্রমণের জেরে অনিশ্চিত হয়ে পড়লো অলিম্পিক। মারণ করোনা ভাইরাস সংক্রমণের জেরে এমনিতেই একবছর পিছিয়ে গেছিল অলিম্পিক গেমস। কিন্তু মারণ ভাইরাসের সংক্রমন যদি পুরোপুরি না মেটে তবে তার পরের বছরও টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নি আয়োজক কমিটি।।এই পরিস্থিতিতে এবারের মতো অলিম্পিক বাতিল ঘোষণা করা হচ্ছে বলে জানাতেই হবে বলে জানিয়েছেন কমিটি।।।
প্রসঙ্গত ২০২০ সালের জুলাই মাসে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে এমনটাই ঠিক ছিল।। কিন্তু এরই মধ্যে গোটা বিশ্ব জুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা।বিশ্ব জুড়ে মৃত্যু মিছিল, সংক্রমণের জেরে বিশ্বের অবস্থা টালমাটাল।। এই পরিস্থিতিতে অলিম্পিক অনুষ্ঠিত হতে পারে কিনা তা নিয়ে আলোচনাতে বসে জাপান প্রশাসন ও আয়োজক কমিটি।। সেই আলোচনায় ঠিক হয় যে ২০২১ এর ২৩ শে জুলাই গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে।। কিন্তু ভাইরাস সংক্রমণের মতিগতিতে সেটাতেও অনিশ্চয়তা দেখা দিয়েছে।।
জাপানের ক্রীড়া সংস্থার সাক্ষাৎকারে অলিম্পিক ক্রীড়া সংস্থার প্রধান ইয়োশিরো মোরির কাছে জানতে চাওয়া হয় যদি অলিম্পিক অনুষ্ঠিত না করতে পারা যায় তবে কি এটা আরও পিছিয়ে যাবে?এই প্রশ্নের উত্তরে মোরি জানান যে অলিম্পিক আরও পিছিয়ে দেওয়ার কোন সম্ভাবনা নেই। যদি এই সময়ের মধ্যে করোনা সংক্রমণ না কমে তবে সেক্ষেত্রে এবারের মতো অলিম্পিক বাতিল ঘোষণা করতে হবে।মোরি এও বলেছেন এখন গোটা বিশ্ব এক অজানা অচেনা ও অদেখা শত্রুর সাথে লড়াই করছে।।
আগামী বছরের মধ্যে কোভিড-১৯ নিয়ন্ত্রণে এলে সেটাই হতো অলিম্পিক গেমস এর থিম।। মোরি জানিয়েছেন যদি আগামী বছর কোভিড১৯ নিয়ন্ত্রণে আসে তবে অবশ্যই অলিম্পিক অনুষ্ঠিত হবে।। তবে এই বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।। চিকিৎসকদের মতে এই মারণ ভাইরাস এর সংক্রমন ততদিন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারা যাবে না যতদিন না পর্যন্ত তার ওষুধ বা ভ্যাকসিন হাতে না আসে।। ততদিন পর্যন্ত অলিম্পিক অনুষ্ঠিত হবে না।। মঙ্গলবার জাপানের মেডিকেল এসোসিয়েশন এর প্রধান ইয়াশিটোকে ওকোহুরা জানিয়েছেন যে কোভিড১৯ এর ভ্যাকসিন পাওয়া না গেলে অলিম্পিক আয়োজন করা সম্ভব নয় বলা ভালো আয়োজন করা খুব কঠিন।।