রাজ্য

সল্টলেকের গেষ্ট হাউস থেকে মুসলিম বলে শিক্ষকদের বের করে দেওয়া হ’ল। তীব্র নিন্দা সিপিআই(এম) এর


চিন্তন নিউজ: নিজস্ব সংবাদদাতা:২১শে সেপ্টেম্বর:- আজ সকালে কয়েকজন মাদ্রাসার শিক্ষক , বিকাশভবনে বিশেষ কাজে কলকাতাতে এসেছিলেন৷ বিকাশভবনে তাঁদের বিশেষ কাজ ছাড়া ও শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট নেতৃত্বদের সাথে জরুরী কিছূ কথা আলোচনা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন শিক্ষকরা৷ সেই মতো আমি সল্টলেকের ডি এল ব্লকে একটা গেষ্ট হাউসে অগ্রিম সহ তাদের জন্য ৩ দিন রুম বুক করেছিলেন ম‌ইদুল ইসলাম৷ সকাল ৬ টার পরে তাঁরা গেষ্ট হাউসে উঠেছিলেন৷ তাঁদের ডকুমেন্ট ও জমা করে যা যা নিয়ম মানা হয়েছিল৷

তাঁরা প্রত্যেকে স্নান করে বাইরে একটু টিফিনের উদ্দেশ্যে বেরিয়েছিলেন৷ তখনই সল্টলেকের মতো অভিজাত এলাকাতে গেষ্ট হাউসের পাশের বাড়ির বাসিন্দারা প্রবল আপত্তি করে৷ এবং মুশলধারা বৃষ্টির মধ্যে তাদের গেষ্ট হাউস থেকে তাড়িয়ে দিতে বাধ্য করে৷ বৃষ্টির মধ্যে শিক্ষকগন আশ্রয়হীন হলো৷ গেষ্ট হাউসের ম্যানেজার জানালেন,” দাদা কিছু মনে করবেন না সবাই মুসলিম তো আর বিশেষ করে তাঁদের পোশাক ও দাঁড়ি দেখে এলাকাবাসী প্রবল আপত্তি করছেন বলে তিনি নিরূপায়৷

এই বৃষ্টির মধ্যে শিক্ষকদের অবস্থা এবং সাথে এই রাজ্যে বিশেষ করে কলকাতার বুকে সল্টলেকে কি অবস্থাতে আছেন মানুষ কল্পনা করা যায়। নোংরা রাজনীতি আমাদের সংহতি নষ্ট করে রাজ্যবাসীকে আগুনের স্তুপের দিকে ঠেলে দেওয়া হচ্ছে৷ এর প্রতিবাদ হওয়া উচিত৷ কোথায় যাচ্ছে রাজ্য?

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘ভারতের বৈচিত্রের মধ্যে ঐক্য’ এই বিষয়কে বিজেপি সরকার পুরো নষ্ট করে দিয়েছে। তাইবলে সল্টলেকের মতো জায়গায় এরকম ঘটনা ঘটবে? রাজ্য সরকারের ভূমিকা প্রশ্নের মুখে।

এই ঘটনার প্রতিবাদে সিপিআই(এম) বিধাননগর এরিয়া কমিটির আহ্বানে আগামীকাল ২২শে সেপ্টেম্বর বিকেল পাঁচটা য় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।