রত্না দাস: চিন্তন নিউজ;৩রা নভেম্বর:- দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনার প্রকোপ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল।এই মুহূর্তে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রাইভেট স্কুল গুলিতে কেবল অনলাইন ক্লাস চালু আছে। এই অবস্থায় রাজ্য সরকারকে শিক্ষক-শিক্ষিকাদের বেতন দিতে হচ্ছে।
এই পরিস্থিতিতে টেট পাশ করা এক চাকরি প্রার্থী ও রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথোপকথনের অডিও ক্লিপ নিয়ে বাজার শোরগোল। সেখানে শোনা যাচ্ছে…
” প্রায় এক বছর ধরে স্কুল বন্ধ রয়েছে কোন লেখাপড়া হচ্ছে না। তারপরেও শিক্ষক- শিক্ষিকাদের বেতন দিতে হচ্ছে। ফলে এখন আর নতুন করে চাকরি দেওয়া সম্ভব নয়।” যেখানে রবিবার রাতের দিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে টেট পাশ করা চাকরিপ্রার্থীর কথোপকথন শোনা যায় আর সেইখানেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
টেট পাস করার এক পরীক্ষার্থী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জানান যে সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তার বক্তব্য শুনে তিনি বিএড করেছেন এবং তিনি সেই ভরসাতেই আছেন। জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘ আমার ভরসাতে থাকবেন না। নিজের যোগ্যতার ওপরে ভরসা করুন। আমি আপনাকে টেট পরীক্ষা দিতে বা বিএড করতে বলিনি । যে সংবাদমাধ্যম দেখিয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন।’ তিনি আরো বলেন, ‘রাজ্যে কয়েক লক্ষ চাকরিপ্রার্থী প্রশিক্ষণ নিয়ে বসে আছেন। সবাইকে কি চাকরি দেওয়া সম্ভব? এই মুহূর্তে রাজ্য সরকারের পক্ষে চাকরি দেওয়া সম্ভব নয়।শিক্ষক নিয়োগ করে সেই খরচ চালাতে পারবেনা রাজ্য সরকার।’
পশ্চিমবঙ্গের টেট পরীক্ষা নিয়ে নানা বিতর্ক তো ছিলোই। পরীক্ষা নেওয়া, আবেদনপত্র বিলি সব ব্যাপারেই বিতর্ক হয়েছে। শিক্ষক নিয়োগে স্বজনপোষণ এবং নানা রকম দুর্নীতির বিস্তর অভিযোগ তো আছেই, এর মধ্যেই এই অডিও ক্লিপ পেয়ে দিশেহারা চাকরিপ্রার্থীরা।
চারিদিকে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে। রাজ্য শিক্ষা মন্ত্রী পার্থ মুখার্জি কি অার একটু মানবিক হোয়ে বিষয়টা দেখতে পারতেন না ? এটাই বর্তমানে আলোচনার মূল বিষয়।