দেশ রাজনৈতিক

মানুষের মৌলিক অধিকার হরণের পথে হাঁটছে আর এস এস তথা বিজেপি—


মিতালি সরকার: চিন্তন নিউজ:১৭ই ফেব্রুয়ারি:– কেন্দ্রীয় সরকার গঠিত ” শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র” – এই ব্যানারে দেশব্যাপী অনুদান সংগ্রহের কাজ চলছে। কোথাও বিশ্ব হিন্দু পরিষদ , কোথাও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ এই অনুদান সংগ্রহে উদ্যোগ নিয়েছে। তাদের সাথে আছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের স্বেচ্ছাসেবকরা।

ইতিহাস ঘাঁঁটলে দেখা যায় আর এস এস প্রতিষ্ঠার সময়ই জার্মানিতে নাৎসীবাদের জন্ম হয়েছিল। এই নাৎসি বাহিনীর কায়দায় রাম মন্দির নির্মাণের জন্য বাড়ী বাড়ী চাঁদা সংগ্রহে গিয়ে আর এস এস চিহ্নিত ও সনাক্ত করছে —- কারা চাঁদা দিচ্ছে, কারা চাঁদা দিচ্ছে না। হিটলারের জমানায় নাৎসিরাও ঠিক এমনটাই করেছিল, যাতে কেউ বিরোধিতা করার সাহস না দেখায়। সেই ধরনের বাতাবরণই এখন এই দেশে তৈরি করা হচ্ছে।

রাজনৈতিক মহলের ধারণা , সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণের পথেই এগোচ্ছে আর এস এস। শুভবুদ্ধি সম্পন্ন বিদগ্ধজনদের মতে এই আর এস এস পরিচালিত সরকারের মুখোশ সর্বসমক্ষে আনা অত্যন্ত জরুরী।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।