কলমের খোঁচা

বিহারের ভোটের ফলাফল, অনেক কিছু হিসাব উল্টে দিতে পারে আগামী দিনে!


দেবু রায়ের প্রতিবেদন:চিন্তন নিউজ:৯ই নভেম্বর:- কাল বিহারের ভোটের ফলাফল যদি নীতিশ কুমারের বিরুদ্ধে যায়, সম্ভবত সেই টাই হ’তে চলেছে. আমরা মিডিয়াতে যে সমস্ত বিজেপি পন্থী, আপাত নিরপেক্ষ সমাজতত্ত্ববিদদের দেখি তাঁরা একটাই চেষ্টা চালাবেন এই কথাটা প্রতিষ্ঠিত করতে, যে এই ফল নীতিশ কুমারের বিরুদ্ধে কখনোই মোদী বিরোধী নয়! আর এর জন্য তারা এবং মিডিয়া অনেক যুক্তি খুঁজবে. আমি একজন শিক্ষিত সাধারন মধ্যবিত্ত মানুষ হিসাবে বলছি, কেন মানুষ ভোট দেবে বা কোন যুক্তিতে মানুষ বিজেপি বা নীতিশ কুমারকে সমর্থন করবে?

একদিকে তীব্র বেকারি, চাল -ডাল থেকে প্রতিটি খাদ্য সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি(যা ক্রমশঃ আয়ত্তের বাইরে চলে যাচ্ছে) অন্য দিকে তীব্র ধর্মীয় মেরুকরণ দিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা!কতদিন মানুষ সহ্য করবে?. যারা প্রতিদিনই মিডিয়াকে ব্যবহার আর বিশেষ ভাবে অজ্ঞদের দিয়ে প্রচার চালাচ্ছেন টিএমসি’র বিকল্প বিজেপি? তাঁদের কাছে আমার প্রশ্ন ১)কি করলেন আপনারা ছয় বছর ধরে?. জিডিপি-২৪%? ২)কালো টাকা আনবো বলে নোট বন্দি করলেন ফল কি হলো , কালো টাকা এলো না মধ্যে খান দিয়ে আরবিআই ফাঁকা হলো?. ৩)বুলেট ট্রেনের স্বপ্ন দেখিয়ে রেল টাকেই বিক্রি করলেন?. ৪)আত্ম নির্ভরতার নাম দিয়ে দেশের যা সম্পত্তি আছে ব্যাংক/এল আই সি/বীমা, এয়ারলাইন্স, বিএস‌এন‌এল সব বিক্রি করছেন?.৫) কেন কৃষি বিলের নাম করে এসেনসিয়াল কমোডিটি অ্যাক্ট (essential comodity act) কে তুলে দিলেন?.

আর অন্য দিকে যারা এর প্রতিবাদ করছে তাঁদের জায়গা জেল তাই আসি বছরের তেলেগু কবি ভোরভরা রাও থেকে ডাক্তার কাফিল খান, সাফুরা জারগারকে তিন মাসের সন্তান সম্ভবা থাকা সত্ত্বেও জেলে থাকতে হয়! সুতরাং রাও এর কবিতার একটা লাইন লিখছি যেটা আমার মতন অনেক সাধারন মানুষের প্রশ্ন পারলে তুমি ডেকে/গোধূলিও দাও বেঁচে/গোদাবোরিও শুকিয়ে যাবে/থাকবে না কেউ বেঁচে!
অন্য দিকে রাজ্যের পরিবর্তন এর পরে আমরা কি পেলাম? দুর্নীতি, কাটমানি, তোলাবাজি এই শব্দগুলো রোজ শুনছি। স্বাস্থ্য ব্যবস্থা র উন্নতি হয়েছে বলে যে প্রচার দীর্ঘদিন ধরে আমরা দেখছি, সেটা যে কতোটা অন্তঃসার শূন্য সেটা করোনা না হলে আমরা কেউ জানতেই পারতাম না। একমাত্র করোনা আবহেতেই আমরা জানতে পারলাম প্রায় পঞ্চাশ লক্ষ র বেশি মানুষ রাজ্যের বাইরে পেটের তাগিদে কাজ করতে গেছে। অথচ আমরা দীর্ঘদিন ধরে শুধু মিডিয়াতে বিজ্ঞাপন দেখতাম ৯৫%কাজ হয়েছে কোথায় সেই কাজ?. পাড়ার কাচা রাস্তাকে পাকা করা বা সুন্দর লাইট দিয়ে সাজানো টাকে ডেকোরেশন বলা যেতে পারে, অর্থনীতির ভাষায় তাকে উন্নয়ন বলে কি?

দীর্ঘ নয় বছরে ঘটা করে শিল্প সম্মেলন হয়েছে কটা শিল্প বা কারখানার উদ্ভোদন হয়েছে?. কেন এসএসসি বন্ধ?.কেন আজও প্যারা টিচার, বা কলেজের পার্টটাইম শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় অনশনে বসতে হয়? সিঙ্গুর বা নয়াচড় সহ বিভিন্ন জায়গায় তৎকালীন বাম সরকার যে উদ্যোগ নিয়ে ছিলো বেকারদের দিকে তাকিয়ে সেটা শেষ করা যে কত বড়ো ভুল আজ সেটা আমার মতন অনেক মানুষ উপলব্ধি করছে, আজকে আমার সন্তানদের ভবিষ্যতে র দিকে তাকিয়ে বুঝতে পারছি সেদিন টাটা চলে যাওয়াতে সিপিআই(এম) বা বুদ্ধবাবু বা নিরুপম সেনদের কোনো ক্ষতি হয় নি, ক্ষতিটা হয়েছে আমাদের ঘরের সন্তানদের যাদের পুঁজি বলতে ইউনিভার্সিটি র ডিগ্রি বা ডিপ্লোমা।
একদিকে বেকারত্ব, অন্য দিকে চার জনের সংসারে তিনশো টাকা বাজারে নিয়ে গেলে বাজার হয় না, এই অবস্থা হয়েছে আমাদের পরিবর্তনের ফলে, দয়া করে কাল বিহার নিয়ে যারা পর্যালোচনা করবেন আমার প্রশ্নের উত্তর গুলো কি দেবেন?


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।