কল্পনা গুপ্ত, চিন্তন নিউজ, ১৪ মে : গত ১২ই মে রাত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার কথা সম্প্রচারিত হয় দূরদর্শনে। ঋনগ্রস্থ রুগ্ন ক্ষুদ্র শিল্পের সাহায্য, টিডিএসে ছাড় ইত্যাদির তালিকা প্রকাশিত করা হয়েছে। ঐদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, ‘এতদিন যাঁরা কষ্ট করেছেন এই প্যাকেজ তাঁদের জন্য। এই প্যাকেজ ভারতকে আত্ম নির্ভর হতে সাহায্য করবে।’
কিন্তু প্রায় ৩৩ মিনিটের ভাষণে তিনি অভিবাসী শ্রমিকদের কথা কিছুই বলেন নি। অথচ আজ সারা দেশ জুড়ে এটি একটি জ্বলন্ত সমস্যার আকার নিয়েছে। উন্নয়নশীল দেশ ভারতে বহু দরিদ্র মানুষ বেঁচে থাকার লড়াই করতে দূরবর্তী রাজ্যগুলিতে পাড়ি দিতে বাধ্য হন। হঠাৎ লকডাউন ঘোষণা হওয়ায় ও করোনা ভাইরাসের সংক্রমণের বৃদ্ধি হওয়ায় এই শ্রমিকেরা বাইরে আটকে পড়েন। ফলে তাঁরা তীব্র আর্থিক সংকটে রয়েছেন বিভিন্ন রাজ্যে। বহু মানুষ, শিশু মহিলা সহ পায়ে হেঁটে নিজ রাজ্যে ফেরা শুরু করেছেন, যা ভারতের ইতিহাসে এক নতুন নজির সৃষ্টি করলো।
তাঁদের সমস্যার প্রতি বিন্দুমাত্র দৃষ্টি না দেওয়ায় এই আচরণের তীব্র সমালোচনা করেছেন বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার। তিনি ট্যুইটারে লেখেন, “২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ অবশ্যই দেশের উন্নতির জন্য সঠিক সিদ্ধান্ত। কিন্তু ৩৩ মিনিটের এই দীর্ঘ ভাষণে লক্ষ লক্ষ অভিবাসী শ্রমিকদের জন্য একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী, যাঁদের এই সময়ে বেঁচে থাকার জন্য একটু সাহায্যের প্রয়োজন ছিল শুধু। উনি তা করলেন না।” সোশ্যাল মিডিয়ায় তাঁর এই ট্যুইটারটি ব্যাপক সাড়া জাগিয়েছে। ১০ হাজারের বেশি মানুষ এটি পছন্দ করেছেন।