সীমা বিশ্বাস, আসাম,১৭মার্চ ২২, চিন্তণ নিউজ:– শ্রমিক কল্যাণ মন্ত্রী কে সি আই টি ইউ র স্মারকলিপি প্রদান। সিআইটিইউ অসম রাজ্য সমিতির আহ্বান মর্মে বিভিন্ন কল কারখানা, প্রতিষ্ঠা নের শ্রমিক কর্মচারীরা সাব্যস্ত করে তীব্র প্রতিবাদ। দৈনিক মজুরি ৮০০ টাকা নির্ধারণ করার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা, শ্রমিকের প্রাপ্য মজুরি প্রদান করা, শ্রমিক বিরোধী নীতি বাতিল করা ইত্যাদি শ্লোগানে মুখরিত করে।এই বিক্ষোভ কার্যসূচি তে রাজ্য সাধারণ সম্পাদক তপন শর্মা,আলী আকবর,বীরেণ শর্মা,মজফর আলী, ইন্দিরা নেয়ার, রাহুল পুরকায়স্থ,বিজন দাস,ভোলা শর্মা সি আই টি ইউ র রাজ্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন যে ২০১৯ সন থেকে সরকার এবং শ্রমবিভাগকে মনে করিয়ে দেওয়ার পর ও আজ পর্যন্ত আসামের ৯৮টা তালিকাভুক্ত কর্মক্ষেত্রে শ্রমিকদের জন্য নুন্যতম মজুরি আইন ১৯৪৮ অনুযায়ী নূন্যতম মজুরি ঘোষণা করা হলো না। ইতিমধ্যে অত্যাবশ্যকীয় সামগ্ৰীর দাম বৃদ্ধি আকাশ ছুঁয়েছে।এই সামান্য মজুরিতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
আজকের সময়ে একজন অদক্ষ শ্রমিক ৩০৯টাকা দৈনিক মজুরি পায়।অথচ শ্রম সন্মেলন ৪৪এবং৪৫ নং বৈঠকের পরামর্শ অনুযায়ী একজন অদক্ষ শ্রমিকের সর্বনিম্ন ৮০০ টাকা মজুরি হওয়া প্রয়োজন। আসামে ১৭লাখ ঠিকা শ্রমিক আছে। যাদের মজুরি লাভ করার ক্ষেত্রে যথেষ্ট তারতম্য লক্ষ্য করা যায়। ব্যক্তিগত খন্ডের চিকিৎসা লয়ে একাংশ সাফাই কর্মী মাসে মাত্র ৫০০০ টাকা মজুরি নিয়ে কাজ করে। সমগ্র আসামে এই ছবি বড় বেদনাদায়ক। শ্রমিক কল্যাণ বিভাগ এইক্ষেত্রে নির্বিকার হয়ে থাকাটা দুর্ভাগ্যজনক। সিআইটিইউ অসম রাজ্য কমিটি শ্রমিকের জন্য নুন্যতম মজুরি দৈনিক ৮০০ টাকা ধার্য করা এবং সমানুপাতিক হারে অর্ধদক্ষ, দক্ষ, এবং অতি দক্ষ মজুরি নির্ধারণ করে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করার দাবি উত্থাপন করে।