দেশ

বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ হানছে কর্ণাটক সরকার


দীপশুভ্র সান্যাল:চিন্তন নিউজ:০১/০৭/২০২২– পূর্বের মতো পুণরায় পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরুতে কর্মরত বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ নামিয়ে আনলো কর্ণাটকের বিজেপি সরকার ও তার পুলিশ প্রশাসন

আবর্জনা সংগ্রহকারী (Rag Pickers) শ্রমিক বাঙালি বলেই তাদেরকে ও তাদের জমির মালিকদের ক্রমাগত থানায় ডেকে পরিবেশ দূষণের কারণ দেখিয়ে শ্রমজীবী মানুষদের পূর্ব ব্যাঙ্গালোরের থুবরাহাল্লি বসতি অঞ্চল ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দিতে থাকে ভার্থুর ও মারাথাহাল্লি থানার পুলিশ। ঘটনাটি চলছে গত সোমবার থেকে।

পুলিশ প্রশাসনের এই ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এই শ্রমজীবী শ্রেণী, আজ দলবদ্ধভাবে গিয়ে জড়ো হয়েছিলেন বেঙ্গালুরুর মহাদেবপুরা বিবিএমপি অফিসের সামনে। প্রতিদিন যারা শহরকে পরিষ্কার করেন, তাদের জন্যই স্থানীয় পৌরসভার গেট বন্ধ করে দেয় প্রশাসন। পিছু না হটে পৌরসভার গেটের সামনে বসে পড়ে সংশ্লিষ্ট আধিকারিককে গেটের সামনে আসতে বাধ্য করে শ্রমজীবী মানুষ। তাঁরা তাঁদের বসতি অঞ্চলকে সুরক্ষিত করতে একটি স্মারকলিপিও জমা দেন। শত আক্রমণের মুখেও মাথা নোয়াননি তাঁরা।

আজ বাঙালি পরিযায়ী শ্রমিকরা তাঁদের এই আন্দোলনের পাশে পেয়েছিলেন সিটু, স্বরাজ ইন্ডিয়া, মাইগ্রেন্ট ওয়ার্কার্স সলিডারিটি নেটওয়ার্ক সহ বিভিন্ন বাম গণতান্ত্রিক সংগঠনের নেতৃত্ববৃন্দকে। বিগত দিনের মতো এইবারও নিজেদের অধিকার কেড়ে নেওয়ার লড়াইয়ে জয়ী হলো শ্রমিক শ্রেণী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।