দেশ

আসামের বন্যা পরিস্থিতি ও কাজিরাঙ্গা উদ্যানের হালহকিকত:


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ;১৯শে জুলাই:- বর্ষার শুরুতেই অতিবৃষ্টির কারণে আসামের ৩৩টি জেলার মধ্যে ২৬ টি জেলা প্লাবিত, প্লাবনের কবলে বিখ্যাত অভয়ারণ্য কাজিরাঙ্গা। উদ্যানের অধিকর্তা শিব কুমার জানিয়েছেন প্রবল বন্যায় নয়টি গন্ডারসহ মোট ১১৮টি বন্যপ্রাণীর মৃত্যু ঘটেছে। এই সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে এবং কমপক্ষে ১৩৬ টি প্রাণীকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে গত দুদিনে বৃষ্টির পরিমাণ কমায় উদ্যানের মধ্যে জলস্তর নেমেছে। কিন্তু ৮০% এলাকা এখনও জলমগ্ন বলা যায়। উদ্যান থেকে নিরাপদ স্থানে চলে যাওয়া গন্ডারগুলো পুনরায় ফিরে আসছে। জল কমে যাওয়ার সাথে সাথে বন্যপ্রাণীর মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। গভীর জলের নীচে থাকা অঞ্চলে মৃত প্রাণীর অস্তিত্ব এখনও সঠিকভাবে বোঝা যাচ্ছে না।

উদ্যান কর্তৃপক্ষ আরও জানান মৃত প্রাণীদের মধ্যে নয়টি গন্ডার, চারটি বুনোমোষ, সাতটি বুনো শুয়োর, চুরাশিটি হরিণ রয়েছে।

আসামের ৩৩ টি জেলার ২৬ টি প্রাকৃতিক বিপর্যয়ের শিকার। লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্ন স্থানে চাষের জমি, ফসল, রাস্তা, সেতু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তর জানাচ্ছে গতকাল বরপেটায় দুজন ও দক্ষিণ সালমারা জেলায় এক ব্যক্তি মারা গেছেন, ভূমি ধসে মারা গেছেন ২৬ জন। বন্যায় এ পর্যন্ত মোট ১০৫ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৫.৭৬ লক্ষ। হোজাই ও কার্বিআলং জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত জেলা ধুবরিতে ৪.৬৯ লক্ষ মানুষ, গোয়ালপাড়া জেলায় ৪.৬৯ লক্ষ এবং মারগাঁও ও বরপেটায় ৩.৫ লাখেরও বেশী মানুষ ক্ষতিগ্রস্ত। কম করে ২৬৭৮ টি গ্ৰাম জলের নীচে এবং রাজ্যের মোট ১১৬৪০৪ হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রহ্মপুত্র নদ এখন বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বেশ কিছু জায়গায়।ঝোড়হাট, নেমাইয়াঘাট, শোনিতপুর জেলার তেজপুর, গোয়ালপাড়া ও ধুবুড়ি জেলায় বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্রের উপনদীগুলোর মধ্যে করিমগঞ্জ শহরে কুশিয়ারার পাশাপাশি গোলাঘাটের নুমালিগড়ের ধানসিঁড়ি, শোনিতপুরের এনটি রোড ক্রসিংয়ের জিয়াভরলি, নওগাঁর ধরমতুলে কপিলি এবং বরপেটায় বেকি নদী বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলেছে বলে সর্বশেষ খবর পাওয়া গেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।