দেশ

মহামারীর মধ্যে নতুন আতঙ্ক, মৃত ৩০০ বাদুড়


মীরা দাস, চিন্তন নিউজ, ২৮ মে: বাদুড় থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হয়। পৃথিবীর নানা জায়গায় বাদুড়ের শরীরে নানা ধরনের করোনা ভাইরাস বাসা বাঁধে। আর সেই বাদুড়ের মৃত্যুতে নতুন এক আতঙ্ক তৈরী হলো ভারতে। গোরক্ষপুরের বেলঘাট আমবাগানে মরে পড়ে আছে অন্তত ৩০০ বাদুড়। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। এলাকা বাসির মধ্যে জনৈক বাসিন্দা পঙ্কজ শাহি জানিয়েছেন তার একটি বড় আমবাগানে গাছের তলায় প্রচুর বাদুড় মরে পড়ে আছে।

খাজনি ফরেস্টের রেঞ্জর দেবেন্দ্র কুমার নিজে ঘটনাস্থলে যান। তার প্রাথমিক ধারণা অতিরিক্ত তাপ এবং পানীয় জলের অভাবে মৃত্যু হয়েছে।গ্রামবাসীদের বাদুড়দের পান করার জন্য জল পাত্রে করে জল রাখার নির্দেশ দিয়েছেন তিনি।

অন্য দিকে মধ্যপ্রদেশের একটি গ্রামেও এই রকম বাদুড়দের আকস্মিক মৃত্যু হচ্ছে, প্রতিবেদনে বলা হচ্ছে মধ্য প্রদেশের বেতুলের ভীমপুর ব্লকে কিছু বাদুড় অজানা রোগের কবলে পড়েছে। গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তীব্র গরমের কারণে এমন হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় পশুচিকিৎসক।এমনকি গাছের ওপর মৃত বাদুড় ঝুলতে দেখা গেছে। বলা হচ্ছে মৃত বাদুড়ের মরদেহ পুরোপুরি ডিহাইড্রেটেড ছিল। সঠিক তথ্য নমুনা পরীক্ষার পর জানা যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।