কমলেন্দু রায়: চিন্তন নিউজ:১৭ই সেপ্টেম্বর,২০২০:-বালুরঘাট শহরের রথতলার বাসিন্দা গীতা তরফদার,বয়স ৮৫ বছর । তিনি হাসপাতালে ভর্তি আছেন তাঁকে রক্তের ব্যবস্থা করে দিতে হবে , এই অনুরোধ আসে রোগীর বাড়ির তরফ থেকে বালুরঘাট শহর ডিওয়াইএফআই এর লোকাল কমিটির সম্পাদক সমীরণ সাহার কাছে ।
তিনি বিলম্ব না করে তৎক্ষনাৎ কমরেড সুদীপ গুপ্তের সঙ্গে যোগাযোগ করেন, সুদীপ গুপ্ত জেলা হাসপাতালে গিয়ে রক্ত দেন, সুদীপ গুপ্তের এই মহৎ কাজের জন্য বালুরঘাট পৌরবাসী আন্তরিক অভিনন্দন জানান।
অপরদিকে বালুরঘাট পৌরসভা এলাকায় উন্নয়নের জোয়ারে ভাসছে পুর এলাকার প্রতিটি ওয়ার্ডের রাস্তা। বৃষ্টি হলেই জলের তলায় রাস্তা। মানুষের চলাফেরা বা দৈনন্দিন জীবনধারণ অতি যন্ত্রণাময়।