চৈতালি নন্দী: চিন্তন নিউজ:২৮ শে আগস্ট:- সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লিতে প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলনকারীদের বিরুদ্ধে কুৎসা ,হিংসাত্মক উস্কানিমূলক মন্তব্য ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিজেপি সাংসদ পরবেশ বর্মা ও মন্ত্রী অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে পুলিশের এফআইআর দায়েরের নির্দেশ চেয়ে সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট ও কে এম তিওয়ারি দিল্লির নগর দায়রা মামলা দায়ের করেন। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমোদন নেই এই অজুহাতে মামলাটি খারিজ করে দেয় ম্যাজিস্ট্রেট বিশাল পাহুজা।
এক্ষেত্রে উল্লেখযোগ্য যে আইন মোতাবেক সাংসদ ও মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন হয় ঠিকই, কিন্তু আদালতে এই মামলা করার আগেসিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাট পুলিশ কমিশনার ও পার্লামেন্ট থানার প্রধানকেও অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু উভয় তরফ থেকেই কোনো পদক্ষেপ না করার কারণে আদালতের শরনাপন্ন হয়েছিলেন তিনি।
দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে যে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলনের সূচনা হয়েছিল তার নেতৃত্বে দিচ্ছিলেন দিল্লির যুব সম্প্রদায় । এতে যোগ দিয়েছিলেন সকল স্তরের ও সব ধর্মের সাধারণ মানুষ। এই বিক্ষোভ আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যে হিংসা ছড়ায়। ঐ দুই বিজেপি নেতা বিক্ষোভকারীদের’ পাকিস্তানের চর’ ‘বিশ্বাসঘাতক”দেশদ্রোহী’ গদ্দার, ইত্যাদি আখ্যা দিলে উত্তেজনা ছড়ায়।পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। দু’জায়গায় তিনবার গুলি চলে। এই প্রেক্ষিতে মামলা দায়ের করেছিলেন বৃন্দা কারাত।
শুধু কেন্দ্রীয় সরকারের অনুমতি ব্যাতীত কোনো অভিযোগ করা যাবেনা এই অজুহাতে বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিলেন দিল্লি হাইকোর্ট।