গোপা মুখার্জী : চিন্তন নিউজ :১৬ই জুলাই:-গত মঙ্গলবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের গুণা শহরে এক দরিদ্র দলিত কৃষক পরিবারের জমিতে ফসলের উপর বুলডোজার চালানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে । গরীব কৃষক দম্পতি বাধা দিতে গেলে হেনস্থার শিকার হন। অসহায় দম্পতি বাধ্য হয়ে নিজের ছেলেমেয়ের সামনে কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।
ঘটনায় প্রকাশ, মধ্যপ্রদেশের গুণার বাসিন্দা রামকুমার আহিরওয়ার এবং তার স্ত্রী সাবিত্রী দেবী দীর্ঘদিন ধরে ওই জমিতে চাষ করে আসছেন। কিন্তু হঠাৎ রাজ্য সরকার ঐ জমি সরকারি বলে দাবি করেন এবং সেখানে মডেল কলেজ তৈরির সিদ্ধান্ত নেন। সেই উদ্দেশ্যে মঙ্গলবার রাজ্য রাজস্ব বিভাগের একটি দল জমির মাপজোকের জন্য কিছু পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান ।মাপজোকের পর যখন জেসিপি দিয়ে ফসল কাটা হচ্ছিল তখন স্বামী স্ত্রী উভয়ে মিলে তা প্রতিরোধ করার চেষ্টা করেন ।কিন্তু তাদের উপর চলে পুলিশি নির্যাতন ।ঘটনাস্থলে তোলা একাধিক ভিডিও থেকে পুলিশি নির্যাতনের চিত্র দেখা যাওয়া সত্ত্বেও গুণার ডিস্ট্রিক্ট কালেক্টর পুলিশকে ক্লিনচিট দিয়েছেন। উল্টে দম্পতির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ ।
ঘটনার তীব্র নিন্দা করে ট্যুইটারে রাজ্যের মুখ্য মন্ত্রী শিবরাজ সিং চৌহানের পদত্যাগ দাবি করেছেন সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম ।