রাজ্য

বেহাল স্বাস্থ্যব্যবস্থার ফিরুক হাল—


সুচরিতা বাসু: চিন্তন নিউজ:১৮ই জুলাই:- কোভিড১৯ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র। ফটাফট নীল-সাদা রঙে রঙিন সুপার স্পেশালিটি হাসপাতালের করুণ চিত্র, কোয়েরেন্টাইনের নরক যন্ত্রণা আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না ধমকে চমকে। হার্ট, লাংস, কিডনি, ক্যান্সার রোগীদের অবস্থা আরও সঙ্গীন। কার্যত বিনা চিকিৎসায় চলে গেল তিনটি তরতাজা যুবকের প্রাণ। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদেরও নেই কোনো সুরক্ষা! কার্যতঃ গোটা চিকিৎসা ব্যবস্থাটাই কোয়েরেন্টাইনে।

স্বাস্থ্য পরিষেবা পুনরুদ্ধারের দাবিতে আজ বারুইপুর থানার সামনে ভারতের ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতির আহ্বানে বারুইপুর পশ্চিম আঞ্চলিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এলাকার ছাত্র-যুব-মহিলাদের স্বতস্ফূর্ত উপস্থিতি শাসকের চোখে চোখ রেখে লড়াই করার শক্তি বৃদ্ধি করেছে নিঃসন্দেহে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।