সীমা বিশ্বাস, আসাম:চিন্তন নিউজ:২০শে সেপ্টেম্বর:– সিপিআইএম অসম রাজ্য কমিটির প্রতিনিধি দল আজ রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি,অসম এন আর সি রাজ্য সমন্বয়যক হিতেশ দেবশর্মার সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলে রাজ্য সম্পাদক দেবেন ভট্টাচার্য, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য সুপ্রকাশ তালুকদার, ইসফাকুর রহমান এবং নয়ন ভূঁঞা অংশগ্রহণ করেন। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে, যাদের নাম এন আর সি খসরা তালিকায় অন্তর্ভুক্ত হয় নি তাদের চূড়ান্ত তালিকায় আধার কার্ডের জন্য আবেদন করার পর বায়োমেট্রিক পরীক্ষা করা হয়েছিল। পরবর্তীতে ২০১৯ সনের ৩১আগষ্টে এন আর সি চূড়ান্ত তালিকা প্রকাশ পায়। বায়োমেট্রিক পরীক্ষা করা যারা আধার কার্ডের জন্য আবেদন করে তাদের আধার প্রক্রিয়া ব্লক করে রাখা হয়েছে। অথচ লক্ষ লক্ষ লোকের ভিতরে একটা বৃহৎ অংশের নাম ইতিমধ্যে এন আর সি র চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে
যাদের আধার কার্ড ব্লক করে রাখা হয়েছে তারা ভয়ানক সমস্যার কবলে পরেছে। ব্যাংকের একাউন্টের সঙ্গে আধার কার্ড যুক্ত করা বাধ্যতামূলক করার ফলে চাকুরিরত বৃহৎ সংখ্যক লোক বিপদে পড়েছেন । রাজ্যে ইতিমধ্যে অনেক লোকের বেতন বন্ধ, ব্যক্তিগত কোম্পানি থেকে ছাঁটাই ইত্যাদি খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে যেসকল দুঃস্থ পরিবারদের রেশন কার্ড দেওয়া হয়েছে তাদের আঁধার কার্ড জমা দেওয়াটা সরকার বাধ্যতামূলক করেছে।
ফলে এভাবে আঁধার কার্ড ব্লক হয়ে থাকা হাজার হাজার পরিবারের রেশন কার্ড বন্ধ হয়ে গেছে।চিবিএস ই পাঠ্যক্রমের অধীনে থাকা কিছু শিক্ষানুষ্ঠানে ইতিমধ্যে অভিভাবকরা জানিয়েছেন যে ছাত্র-ছাত্রীদের নাম পঞ্জীয়ন এবং পরীক্ষার প্রপত্র জমা দেয়ার জন্য আধার কার্ড তৈরি করে রাখতে হবে। ছাত্র বৃত্তির ধন লাভ করার জন্য এখন আধার কার্ড বা আধার নম্বর জরুরি হয়ে পরেছে। যারা শৈক্ষিক জীবন সমাপ্ত করে কর্মসংস্থানের সন্ধান করেছে তাদের জন্য আধার কার্ড ব্লক হয়ে থাকাটা বড় প্রতিবন্ধক হিসেবে দেখা দিয়েছে। কারণ যোগ্যতা প্রমাণের প্রক্রিয়ার জন্য অনেক অনুষ্ঠান প্রতিষ্ঠান আধার কার্ড জমা দেয়া বাধ্যতামূলক করেছে। তদুপরি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পেও আধারকার্ড বাধ্যতামূলক হয়ে পড়েছে।
ফলস্বরূপ রাজ্যে লক্ষ লক্ষ লোকের জীবন জীবিকা ভয়ানক সংকটের কবলে। এই প্রেক্ষাপটে সিপিআই এম দাবি করে যে আধার প্রক্রিয়া বন্ধ না রেখে অতি শীঘ্রই এই সকল লোকের আধার কার্ড দেওয়ার ব্যবস্থা করা দরকার অথবা এন আর সি র সম্পূর্ণ প্রক্রিয়া অন্ত না পরা পর্যন্ত সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া দরকার যাতে এইসকল লোকদের বাধ্যতামূলক ভাবে আধার কার্ড/ নম্বর দাখিল করা শর্তাবলী থেকে রেহাই দিতে হবে।