সূপর্ণা রায়:-চিন্তন নিউজ:-২১শে আগস্ট:- এসে গেছে বর্ষাকালের মাঝামাঝি সময়। করোনা আবহে নানারকম দূর্গতির সঙ্গে রাস্তার বেহাল দশায় মানুষের কষ্টের সীমা নেই।নতুন করে একটানা বৃষ্টিতে বেহাল অবস্থা বর্ধমানের ইডেন ক্যানেল রাস্তাটি।। বর্ধমান জেলা ছাড়িয়ে কিছুটা এগোলে কৃষক সেতু আর এই সেতুতে উঠার আগেই রয়েছে দামোদর নদের ইডেন ক্যানেল। দীর্ঘ দিন ধরে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন ক্যানেল ওঠার রাস্তাটি চলাচলের অনুপোযুক্ত। রাস্তায় রয়েছে বড়ো বড়ো গর্ত, পিচের প্রলেপ উঠে গেছে বহুদিন। এখন এই একনাগাড়ে বৃষ্টির জলে বড়ো বড়ো গর্তগুলো জলে ভর্তি হয়ে রয়েছে। রাস্তায় পিচ দিয়ে ঢাকার সময় যে খোয়া ব্যবহার করা হয় পিচ উঠে যাবার ফলে সেই খোয়া গুলো পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে আছে। একে গর্তের জল সামলানো আর রাস্তায় খোয়ায় পড়ে যাওয়া বা আ্যকসিডেন্ট এর মুখে প্রায় পড়ে মানূষ এবং তাঁদের অবস্থা নাজেহাল হয়ে পড়ে। এই রাস্তার দুরাবস্থা নিয়ে অনেকবারই স্যোসাল মিডিয়াতে সরব হয়েছেন আশেপাশের বাসিন্দারা। প্রায়ই ট্রাক হোক বা ছোট গাড়ি গর্তে পড়ে যায় এবং সেগুলো খারাপ হয়ে যায়। রাস্তার অবস্থা এত খারাপ যে সাবধানে চালালে বিশাল যানযটের সৃষ্টি হয়। সকালে যদি যানযট একবার শুরু হয় তা কাটতে সকাল পেরিয়ে দুপুর কেটে যায়। সবচাইতে অসুবিধা অসুস্থ রোগীদের। বর্ধমান শহরে চিকিৎসা ব্যবস্থার খুব সুবিধা। হুগলি জেলা থেকে বহু মানুষ বর্ধমানে চিকিৎসার জন্য যান। বেহাল রাস্তার জন্য তাঁদের দূর্ভোগ চরমে। স্থানীয় বাসিন্দারা বলেছেন যে অসুস্থ রোগী নিয়ে আসা একেই প্রচন্ড অসুবিধাজনক তারপর এই বেহাল রাস্তার জন্য রোগী চিকিৎসার আগেই প্রায় আধমরা হয়ে যায়।খন্ডঘোষ এলাকার একটি অফিসে কাজ করেন শুভ হালদার। তিনি ক্ষোভের সঙ্গে বলেন এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ হয়ে পড়ে রয়েছে , যানজট রোজকার ঘটনা __ভরা বর্ষাকালে সমস্যা আরও বেড়েছে অথচ প্রশাসনকে বার বার বলে কোনো কাজ হয় না। বর্ধমান জেলার সাথে বাঁকুড়া, হুগলি ও পুরুলিয়া জেলার যোগাযোগের সহজতম রাস্তা। গুরুত্বপূর্ণ এই রাস্তার উপর যানবাহন চলাচল এবং মানুষের চাপ থাকে মারাত্মক। গুরুত্বপূর্ণ এই রাস্তার দেখভালের দায়িত্বে পুর্ত দপ্তরের।তাদের বারবার জানানো হয়েছে। এখন অপেক্ষা কবে এই দূর্ভোগের শেষ হয়।
Related Articles
ঋণ নেওয়ার শেষ সংখ্যা মাত্রা অতিক্রম কোরলো পশ্চিমবঙ্গ সরকার।
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১৪ ই জুন :—-ধার নেওয়া শেষ সীমায় পৌছে যাওয়ায় রাজ্যসরকার আর কর্মী মহার্ঘ ভাতা দেওয়ার অক্ষমতা প্রকাশ করল। হাতে টাকা নেই করিতকর্মা রাজ্যসরকারের। এত ধার করেছে যে আর ধার করতেও পারবে না রাজ্যসরকার। আর তাই সরকারি কর্মচারীদের আর মহার্ঘ ভাতা দেওয়া যাবে না। বুধবার “”স্যাট “” এ এমন টাই জানালেন সরকারি আইনজীবী অপুর্ব […]
কাশ্মীরি ছাত্রদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:৭ই আগস্ট :–কাশ্মীরি ছাত্রদের নিরাপত্তায় উৎকণ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সংবিধানের ৩৭০ ও ৩৫ এ ধারা প্রত্যাহারের পর দেশের বিভিন্ন এলাকায় বসবাসকারী উপত্যকার জনতা রীতিমতো আশঙ্কায় দিন কাটাচ্ছেন। এমতাবস্থায় মঙ্গলবার কাশ্মীরি ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ৩৭০ ধারা প্রত্যাহারের পর ছাত্র-ছাত্রীদের জন্য হোস্টেলের নিয়ম শিথিল করল বিশ্ববিদ্যালয়। যাদবপুরের হোস্টেলে ঠাঁই পেতে গেলে এমনিতে […]
হাওড়ার টুকরো খবর–
চিন্তন নিউজ:২০৭শে ডিসেম্বর:- কাকলী চ্যাটার্জি — দিল্লিতে অন্নদাতা কৃষকদের আন্দোলনকে সংহতি জানিয়ে সাঁতরাগাছি যৌথফোরামের (দক্ষিণ-পূর্ব রেলওয়ে) পক্ষ থেকে কেন্দ্রের জনবিচ্ছিন্ন সরকারের প্রতি ধিক্কার জানানো হয়। নামছে পারদ কাঁপছে চাষী, তবুও ভ্রুক্ষেপ নেই জনবিরোধী দিল্লির মসনদে আসীন সরকারের। ‘মন কি বাত’আসলে ঐ স্বৈরাচারী সরকারের মনের কথা যার ওপর তীব্র অবিশ্বাস কৃষক তথা আমজনতার। আজ জগৎবল্লভপুর বিধানসভার […]