সূপর্ণা রায়: চিন্তন নিউজ: ২৮ শে আগস্ট:- গীতা, কোরান, গ্রন্থসাহেব, বাইবেল তা সে যাই হোক। সব গ্রন্থের মূল কথা এক চা হ’ল মানবতা। আমেরিকার এসইইডি (SEED) এর আনুকূল্যে চলা একটি এনজিও যা হায়দ্রাবাদে অবস্থিত। তাদের উদ্যোগে একটি মসজিদে খোলা হয়েছে ” মাদার আ্যন্ড চাইল্ড” কেয়ার। এর ফলে ঐ অঞ্চলের ৩১ টি বস্তির পাঁচ লক্ষ মানুষের মুখে হাসি ফুটলো। সব ধর্মগ্রন্থের মূল কথা হলো মানবতা কিন্তু ভারতবর্ষ বারবার ধর্মীয় হিংসার সম্মুখীন হয়েছে। আবার কোন সময় মানবতাই বড়ো হয়েছে হিংসার থেকে। যেমন হায়দ্রাবাদে হয়েছে।
হায়দারাবাদে একটি বহু পুরোনো মসজিদ আছে। আমেরিকার এসইইডি (SEED) সংস্থার অর্থসাহায্যে একটি এনজিও’র সঙ্গে হেল্পিং আ্যন্ড ফাউন্ডেশন মিলিত ভাবে ঐ মসজিদেই খুলেছে ” মাদার আ্যন্ড চাইল্ড”” কেয়ার সেন্টার।। এখানে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হবে সব ধর্মের মা ও তাঁর শিশুর। প্রয়োজনীয় সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হবে বিনামূল্যে। তাছাড়া ১০ বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে খাবার দেওয়া হবে।।
সংবাদ সূত্রে জানা গেছে, এই চিকিৎসা কেন্দ্রে নিম্বুলাইজেশনের ব্যবস্থা থাকবে। কারন কারুর শ্বাসকষ্ট থাকলে যাতে রোগীর যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা যায়।এই মসজিদ চিকিৎসা কেন্দ্রে ইঞ্জেকশন এবং ড্রেসিং এর ব্যবস্থা রয়েছে। মসজিদ কমিটির সভাপতি মুসতাবা হাসান আকসারি বলেছেন যে এলাকার সমস্ত হবু মায়েরা সব ধরনের চিকিৎসা ব্যবস্থা, ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা পাবেন বিনামূল্যে। তাঁরা আরও পাবেন হবু মায়েদের সবচেয়ে যেটা প্রয়োজন সেই সুষম আহার। মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে করোনাকালে সমস্ত রকম ব্যবস্থা গ্রহন করা হবে।
ক্লিনিকটি পুরোপুরি পরিচালিত হবে মহিলা দ্বারা।। ক্লিনিকে থাকবেন একজন জেনারেল ফিজিসিয়ান, গাইনোকলজিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ, দন্ত বিশেষজ্ঞ, এবং অন্যান্য রোগের চিকিৎসকরা।যদি কোন রোগীর বাড়াবাড়ি অবস্থা হয় তবে সঙ্গে সঙ্গে তাকে হসপিটাল বা নার্সিংহোমে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা যায় তার প্রয়োজনীয় ব্যবস্থা আছে।
